নিউ দিল্লি : কোভিড পরবর্তী শারীরিক জটিলতার জের। প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক তথা Financial Express-এর ম্যানেজিং ডিরেক্টর সুনীল জৈন। টুইট করে মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর বোন সন্ধ্যা জৈন। করোনায় আক্রান্ত হওয়ার পর AIIMS হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সুনীল জৈন-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


টুইটারে সন্ধ্যা জৈন লিখেছেন, "আজ(শনিবার) সন্ধ্যায় আমার দাদা সুনীল জৈনকে হারালাম। তাঁর কোভিড সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছিল। AIIMS-এর চিকিৎসক ও কর্মীরা বীরত্বের সাথে লড়াই করেছেন। কিন্তু, এই দানব(করোনা ভাইরাস) অতি শক্তিশালী। তীর্থঙ্কর তাঁকে পথ দেখাক। এই অন্ধকারতম দিনে যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা।"


টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, "সুনীল জৈন, আপনি আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেলেন। আপনার লেখা মিস করব। বিভিন্ন বিষয়ে আপনার খোলামেলা ও গভীর মতামতের অভাব বোধ করব। আপনি কাজের যে পরিধি ছেড়ে গেলেন তা অনুপ্রেরণামূলক। আপনার মৃত্যু সাংবাদিকতা জগতের ক্ষতি। পরিবার ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই। ওম শান্তি।"


Indian Express(যাদের মালিকানাধীন Financial Express) গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা বলেন, সুনীল জৈন ছিলেন একজন বন্ধু। কাজের প্রতি যাঁর সততা ছিল প্রশ্নাতীত। পেশাগতভাবে ছিলেন অঙ্গীকারবদ্ধ। টুইটারে তিনি লেখেন, "তাঁকে(সুনীল জৈন) জানার সুযোগ হয়েছিল। কাজের প্রতি যাঁর আবেগ, ভারসাম্য এবং জ্ঞানের কথা মনে রাখব। তোমার এক্সপ্রেস পরিবার তোমাকে মিস করবে।"


এদিকে সুনীল জৈনের মৃত্যুর খবরে স্তম্ভিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 


নিয়মিত টুইটার ব্যবহার করতেন সুনীল জৈন। গত ৩ মে নিজের শারীরিক অবনতির কথা পোস্ট করেছিলেন। ওই একই দিনে AIIMS হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের শেষ টুইটে লিখেছিলেন, "সাহায্যের জন্য প্রত্যেককে ধন্যবাদ। কাদের ধন্যবাদ জানাতে হবে তাও জানি না। AIIMS-এর এমারজেন্সিতে ভর্তি রয়েছি। নিরাপদ হাতে রয়েছি।"


এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা সহ অনেকে।