সংস্কার ইন্দোরের শিল্পপতি দীপক দারিয়ানির ছেলে। তিনিও একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, দাবি করেছেন, কারফিউ পাস থাকা সত্ত্বেও তাঁকে আটকানো হয়, কোনও কথাই শোনা হয়নি। লকডাউনে অকারণে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, পোর্শে মালিককে কান ধরে ওঠবোস করাল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2020 02:56 PM (IST)
সংস্কার ইন্দোরের শিল্পপতি দীপক দারিয়ানির ছেলে। তিনিও একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, দাবি করেছেন, কারফিউ পাস থাকা সত্ত্বেও তাঁকে আটকানো হয়, কোনও কথাই শোনা হয়নি।
ইন্দোর: বহুমূল্য পোর্শে গাড়িও বাঁচাতে পারল না। লকডাউন অমান্য করে অকারণে রাস্তায় বার হওয়ায় গাড়ি মালিক জনৈক তরুণকে ওঠবোস করাল পুলিশ। মধ্য প্রদেশের ইন্দোরের বাপাট এলাকায় এই ঘটনা ঘটেছে। পোর্শে ৭১৮ বক্সটার মডেলের ঝকঝকে হলুদ গাড়িটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন সংস্কার দারিয়ানি নামে ওই তরুণ। ফাঁকা রাস্তায় বাপাট মোড়ে তাঁকে আটকান মিউনিসিপ্যাল সিকিউরিটি কমিটির এক সদস্য। তাঁর মুখে মাস্ক ছিল না। গাড়ি থেকে বার করিয়ে তাঁকে কান ধরে ওঠবোস করানো হয়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।