নয়াদিল্লি: কোভিডকালে কাজ হারিয়েছেন ? আর্থিক সমস্যায় জর্জরিত সংসারের উদ্ধারের জন্য ভেবে দেখতে পারেন এই ব্যবসা। মাত্র ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি(Post office franchisee) ব্যবসা শুরু করতে পারবেন অনায়াসে। সঙ্গে থাকছে মাসে বড় উপার্জন করার সুযোগ।


Post office franchisee থেকে কীসে লাভ ?
বর্তমানে পোস্ট অফিসের পরিষেবা নিয়ে ভাবছে সরকার। নিত্যদিন ইন্ডিয়া পোস্টের(India Post)অধীনে আসছে একাধিক পরিষেবা। দেশে ১.৫৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে। ব্যবসার ক্ষেত্রে অন্যতম ভরসা সরকারের এই বিশাল নেটওয়ার্ক। মানি অর্ডার, স্টাম্প ডিউটি ছাড়াও স্টেশনারি জিনিস পাঠানো যাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। এছাড়াও পোস্ট অফিসে সরকারি নিরাপত্তার কারণে স্মল সেভিংস স্কিম বেশ জনপ্রিয়। অন্যান্যদের তুলনায় সুদের হার বেশি থাকায় এখন পোস্ট অফিসমুখী হচ্ছে সাধারণ জনতা। এবার পরিষেবার সেই ধারা এগিয়ে নিয়ে যেতে আরও পোস্ট অফিস খুলতে চাইছে সরকার। সেই কারণে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে পোস্ট অফিস (India Post)।


Post office-এ কত ধরনের ফ্র্যাঞ্চাইজি ?
দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে পোস্ট অফিস।পোস্ট অফিসের এজেন্ট ছাড়াও ইন্ডিয়া পোস্টের (India Post)ফ্র্যাঞ্চাইজি আউটলেট নিতে পারেন যেকেউ। এই সব পোস্ট অফিসের পরিষেবা ইন্ডিয়া পোস্টের মাধ্যমেই হবে।যদিও এর মধ্যে ডেলিভারির বিষয়টা পুরোপুরি সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে থাকবে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি কেবল সেই সব এলাকাতেই দেওয়া হয়, যেখানে আগে পোস্ট অফিসের সেন্টার নেই।  


Post office-এর ফ্র্যাঞ্চাইজি নিতে বিনিয়োগ
Post office-এর ফ্র্যাঞ্চাইজি আউটলেট খুলতে এজেন্সির থেকে কম টাকা লাগে। যদিও পোস্টাল এজেন্ট হতে গেলে বেশি টাকা দিতে হয়। এখানে স্টেশনারি ছাড়া কিছু জিনিস কেনার থাকে। তাই এজেন্টদের বেশি টাকা দিতে হয়।


Post office-এর জন্য ২০০ স্কোয়ারফুট জায়গার প্রয়োজন
কেউ পোস্ট অফিস খুলতে চাইলে ন্যূনতম ২০০ স্কোয়ারফিট জায়গা দেখাতে হবে তাঁকে। এখানেই শেষ নয়। যে ব্যক্তি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করছেন, তাঁর বয়স অবশ্যই ১৮ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর অষ্টম শ্রেণি পাশ হওয়া বাধ্যতামূলক। তবে কোনওভাবেই পোস্ট অফিসে চাকরি করেন এরকম পরিবার থেকে কেউ ফ্র্যাঞ্চাইজির আবেদন করতে পারবেন না।


Post office-এর ফ্র্যাঞ্চাইজি নিতে সিকিউরিটি অ্যামাউন্ট
পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিতে ব্যক্তিকে ৫০০০টা সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা করতে হবে। আবেদনকারীকে প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ওয়েবসাইটে 
গিয়ে https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf ফর্ম ফিল আপ করতে হবে।


Post office-এর ফ্র্যাঞ্চাইজি নিলে কত টাকা আয়  ?
একবার পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিলে স্পিড পোস্ট থেকে ৫ টাকা মানি অর্ডার থেকে ৩-৫ টাকা পেতে পারেন বিনিয়োগকারী। বাকি পোস্টাল স্ট্যাম্প ও স্টেশনারি থেকে ৫ শতাংশ কমিশন পাওয়া যেতে পারে। এ ছাড়াও বহু পরিষেবার জন্য রয়েছে আলাদা আলাদা কমিশন। আগে থেকেই ফ্র্যাঞ্চাইজি হোল্ডারের সঙ্গে কমিশনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে ইন্ডিয়া পোস্টের(India Post)।  


আরও পড়ুন : Post Office Saving Schemes: ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস, এই প্রকল্পে টাকা রাখলেই লাভবান


আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা