ইন্দোর: দীপিকা পাড়ুকোনকে নিয়ে বিতর্ক কমার এখনও লক্ষণ নেই। আজই মুক্তি পেয়েছে তাঁর ছপাক, ইন্দোরে ছবির পোস্টার পোড়ানো হয়েছে। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছে নানা মহলে।
মধ্য প্রদেশের ইন্দোরে দীপিকার ছবির বিরোধিতায় তুমুল প্রচার চলছে। স্থানীয় স্বপ্না সঙ্গীতা সিনেমা হলের বাইরে বিজেপির কর্মীরা ছপাক-এর পোস্টার পুড়িয়েছেন। ভোপালেও চলছে ছপাক বিরোধিতা। তবে কংগ্রেস শাসিত মধ্য প্রদেশ সরকার ছবিটিকে করমুক্ত করেছে। ফলে দাবি উঠেছে, ছপাক-এর সঙ্গে আজই মুক্তি পাওয়া অজয় দেবগণের তানাজি-কেও করমুক্ত করতে হবে।
এই দাবি তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা। তাঁর বক্তব্য, দীপিকার ছবির টাকা যাবে পাকিস্তানের জঙ্গিদের পকেটে। তাই পাল্লা সমান করতে তানাজি-কেও করছাড় দিন রাজ্য সরকার। এই দাবি জানানোর জন্য শিবসেনাকেও অনুরোধ করেছেন তিনি, বলেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উচিত, এ জন্য মুখ্যমন্ত্রী কমলনাথকে চিঠি লেখা। ছত্তিশগড় এবং পন্ডিচেরিতেও করমুক্ত করা হয়েছে ছপাক-কে।
জেএনইউ-য়ে দুষ্কৃতী তাণ্ডবের পর দীপিকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন। এরপর একটি মহল থেকে তাঁর ছবি ছপাক-এর জোরদার বিরোধিতা শুরু হয়েছে।
দীপিকাকে নিয়ে চলছে বিতর্ক, ইন্দোরে পোড়ানো হল ছপাক-এর পোস্টার
ABP Ananda, Web Desk
Updated at:
10 Jan 2020 03:29 PM (IST)
স্থানীয় স্বপ্না সঙ্গীতা সিনেমা হলের বাইরে বিজেপির কর্মীরা ছপাক-এর পোস্টার পুড়িয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -