রাখির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শিগগিরই কয়েকটি ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, কাশ্মীরী পণ্ডিতদের ওপর ছবি আর্টিকল ৩৭০-তেও রাখি রয়েছেন। শ্যুটিংয়ের সময় উড়তে হবে, ভয়ে কাঁপছেন রাখি সাবন্ত, দেখুন ভিডিও
ABP Ananda, Web Desk | 10 Jan 2020 12:58 PM (IST)
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাখি, তাতে দেখা যাচ্ছে, শ্যুটিং চলাকালীন তিনি ভয় পেয়ে ঘেমে নেয়ে একসা।
মুম্বই: সারাক্ষণ খবরে থাকেন রাখি সাবন্ত। হাতে ছবি থাকুক বা না থাকুক, রাখি বরাবরই দুর্দান্ত হিট। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করেন তিনি। এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাখি, তাতে দেখা যাচ্ছে, শ্যুটিং চলাকালীন তিনি ভয় পেয়ে ঘেমে নেয়ে একসা। রাখিকে শূন্য উড়ে আসার একটি দৃশ্যের শ্যুট করতে হত। তাতে ভয় পেয়ে যান রাখি। ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, এই প্রথম এ ধরনের দৃশ্যের শ্যুটিং করছেন। এমনকী পরিচালকের হাত ধরে শ্যুটিং না করারও অনুরোধ করেন তিনি। দেখুন ভিডিও