পুরুলিয়া: ফের শুভেন্দু অধিকারীর সমর্থনে পুরুলিয়ায় পোস্টার। দাদার অনুগামীদের পোস্টারে গেরুয়া রঙের পাগড়িতে দেখা গেল শুভেন্দুকে। গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খোঁচা বিজেপির।
শুভেন্দুর সমর্থনে পুরুলিয়ায় পোস্টার দেখা গিয়েছিল গত ৩১ অক্টোবর। দু সপ্তাহ কেটে যাওয়ার পর ফের সেই পুরুলিয়াতেই তাঁর সমর্থনে পড়ল পোস্টার। সাহেববাঁধ এলাকার পোস্টারে চোখে পড়ার মতো বিষয় হল পরিবহণমন্ত্রীর পাগড়ির রং। দাদার অনুগামী নামে দেওয়া পোস্টারে গেরুয়া রঙের পাগড়িতে দেখা গিয়েছে তাঁকে।
এর আগে নন্দীগ্রাম দিবসের মঞ্চে শুভেন্দুর মুখে শোনা গিয়েছিল ‘ভারতমাতা জিন্দাবাদ’ স্লোগান। এবার তাঁর মাথায় গেরুয়া পাগড়ি ঘিরে ফের জোরাল জল্পনা।
পুরুলিয়ায় শুভেন্দুর সমর্থনে পোস্টার নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক বিবেক রঙ্গার কটাক্ষ, পরপর পোস্টার পড়ছে, তৃণমূল দলটা গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গেছে, কয়েক মাস পর ভোট আর এরা ঘুরে দাঁড়াতে পারবে না। যদিও তৃণমূল বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। দলের জেলা মুখপাত্র নব্যেন্দু মাহালির বক্তব্য, পোস্টার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কে কী পোস্টার দিচ্ছে তা গুরুত্ব দিচ্ছে
তবে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে? তিনি কি তৃণমূলে থাকবেন? না অন্য পথে পা বাড়াবেন? সেই জল্পনা ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।