রাজ্যে বিদ্যুতের দাম বাড়ার খবর নেই, বললেন মন্ত্রী শোভনদেব
ABP Ananda, web desk | 24 Aug 2016 05:29 AM (IST)
কলকাতা: একদিকে যখন চড়া বাজার দরে নাজেহাল মধ্যবিত্ত। তখন গোদের ওপর বিষফোঁড়া!বাড়ছে বিদ্যুতের দাম! রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আর্জি মেনে নিল রাজ্য বিদ্যুৎ কমিশন। এর ফলে,রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অন্তর্ভুক্ত এলাকায়, ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারে, ইউনিট প্রতি ২৩ পয়সা করে বাড়ছে বিদ্যুৎ মাসুল। সূত্রের খবর, বাড়তে চলেছে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুতের মাসুলও। এদিকে, মঙ্গলবারই কম দূরত্বে কয়লা পরিবহণের মাসুল বাড়িয়েছে রেল। যার ফলে বাড়বে কয়লার দাম। সবমিলিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।