নয়াদিল্লি: এবার লোকসভায় দাঁড়িয়ে নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বললেন প্রজ্ঞা সিংহ ঠাকুর। সংসদে বিতর্কের মধ্যেই ভোপালের বিজেপি সাংসদ মহাত্মা গাঁধীর হত্যাকারীকে এহেন সার্টিফিকেট দেওয়ায় প্রবল হট্টগোল হয়। বিরোধীরা তীব্র নিন্দা করেন তাঁর। বুধবার সংসদের নিম্নকক্ষে এসপিজি (সংশোধন) বিল, ২০১৯ নিয়ে বিতর্কের সময় ডিএমকে সদস্য এ রাজা কেন তিনি মহাত্মা গাঁধীকে হত্যা করেছিলেন, সে ব্যাপারে গডসের একটি বিবৃতির উল্লেখ করে বলেন, উনি নিজে বলেছিলেন, শেষ পর্যন্ত গাঁধীকে খুন করার সিদ্ধান্ত নেওয়ার আগে ৩২ বছর ধরে তাঁর সম্পর্কে ঘৃণা, বিদ্বেষ বুকে বয়ে বেড়িয়েছেন তিনি। রাজাকে বাধা দিয়ে প্রজ্ঞা বলেন, এখানে এমন একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না। তবে গডসে একটি বিশেষ দর্শনে বিশ্বাস করতেন বলেই গাঁধীকে মেরে ফেলেছিলেন বলে মন্তব্য করেন রাজা।
বিরোধীরা প্রজ্ঞার রাজার বক্তব্যের মাঝখানে বাধাদানের তীব্র প্রতিবাদ করেন। বিজেপি সাংসদরা তাঁকে বুঝিয়েসুঝিয়ে বসিয়ে দেন। প্রজ্ঞার মন্তব্যও রেকর্ড করা হয়নি। পরে মিডিয়ার লোকজন প্রজ্ঞাকে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কাল উত্তর দেবেন।
এই প্রথম নয় যে, গডসের বন্দনা করলেন স্বাধ্বী প্রজ্ঞা। এ বছরেরই গত মে মাসে লোকসভা নির্বাচনের প্রচারে গডসেকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে বিতর্কে জড়ান তিনি।
রাজা নিজের ভাষণে সওয়াল করেন, রাজনৈতিক হিসাবনিকাশ নয়, জীবনহানির আশঙ্কার মাপকাঠিতেই নিরাপত্তার আয়োজন করা উচিত। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এসপিজি সংশোধনী বিলটি খতিয়ে দেখার আবেদন করেন। বিলে প্রধানমন্ত্রী ছাড়া বাকি সবার এসপিজি সুরক্ষা বলয় প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
এবার লোকসভায় গডসেকে ‘দেশভক্ত’ বললেন প্রজ্ঞা
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2019 08:42 PM (IST)
বিরোধীরা প্রজ্ঞার রাজার বক্তব্যের মাঝখানে বাধাদানের তীব্র প্রতিবাদ করেন। বিজেপি সাংসদরা তাঁকে বুঝিয়েসুঝিয়ে বসিয়ে দেন। প্রজ্ঞার মন্তব্যও রেকর্ড করা হয়নি। পরে মিডিয়ার লোকজন প্রজ্ঞাকে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কাল উত্তর দেবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -