নিউ ইয়র্ক:  ‘হাউডি মোদি’ অনুষ্ঠান ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ কৌশল, বিরোধীদের এহেন বিদ্রূপ, কটাক্ষের পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের। রাহুল গাঁধি রবিবারের হিউস্টনে ‘হাউডি মোদি’ সম্মেলনের পর বলেন, ‘সরকারের উচিত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ নয়, দেশের অর্থনীতিকে সঠিক রাস্তায় পরিচালনা করে দেশবাসীর সামনে প্রশ্নের জবাবদিহি করা।’ অন্যান্য বিরোধী দলগুলিও রাহুলের বক্তব্য সমর্থন করে। পাল্টা বিরোাধীদের কটাক্ষ করে জাভড়েকর বলেন, ‘বিরোধী দলের এরূপ মন্তব্য হতাশাজনক। তাঁদের সঠিক নেতৃত্ব নেই, তাঁরা দিকভ্রান্ত ও আগামী দূরদৃষ্টিহীন।’


পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের দায়িত্বে থাকা জাভড়েকর এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালকে দিল্লির পরিবেশ উন্নয়ন নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘কে উন্নয়নের কৃতিত্ব নিল, তা বিবেচনা করার প্রয়োজন নেই। মানুষ জানে কারা কাজ করেছে। যদি কোনও অঞ্চলে ডেঙ্গির প্রকোপ বাড়ে তাহলে আপ সরকার পৌরসভাকে দোষারোপ করছে। অন্যদিকে ভালো যে কোন কাজের কৃতিত্বই নিজেরা দাবি করছে। মিথ্যা অজুহাতে রাজনীতি করতে পারবেন না কেজরিবাল।’