মুম্বই: আইআইটি বম্বের সঙ্গে যৌথভাবে নতুন গেমিং সেন্টার চালু করছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। যেখানে ভিএফএক্স, গেমিং সহ অ্যানিমেশনের মতো কোর্স করানো হবে। রবিবার গেম ডিজাইনিং প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।


তিনি এদিন জানান, কেন্দ্রের সঙ্গে আইআইটি বম্বের এই যৌথ উদ্যোগে বিভিন্ন স্কিম এবং কোর্স চালু করা হবে। তাতে ক্রীড়া ক্ষেত্রে উন্নতি হবে। তাঁর কথায়, ভারত ক্রীড়া ক্ষেত্রে একটি ঐতিহাসিক বিষয়। মোদি নিজেই আগে স্পষ্ট করেছেন খেলনা তৈরির ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া-কে কাজে লাগাতে হবে। তাঁর লক্ষ্য একদম নির্দিষ্ট। প্রধানমন্ত্রী এই লক্ষ্যকে পূরণ করার জন্য এগিয়ে আসা উচিত ভারতবাসীর। আইআইটি বম্বের সঙ্গে কেন্দ্রের এই যৌথ উদ্যোগে ভিএফএক্স, গেমিং সহ অ্যানিমেশনের মতো কোর্সও চালু করা হবে।


কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন যে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ভারতের ঐতিহ্যকে পুনরুদ্ধার করে সারা বিশ্বে ভারতের তৈরি খেলনা ছড়িয়ে দিতে হবে। ক্রীড়া সামগ্রী ভারতে তৈরি করার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী। ক্রীড়া ক্ষেত্রে ভারতের একটা বড় জগত আছে। এখন যেসব মোবাইল গেম আছে, সেগুলি অনেকসময় ঘৃণা, হিংসা ছড়ায়।


গত বছর মন কী বাত অনুষ্ঠানে খেলনার মাধ্যমে দেশের গৌরবান্বিত অতীত প্রতিষ্ঠা করার বার্তা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় ব্যবসায়ীদের খেলনা তৈরিতে উদ্যোগ নিতেও বলেন মোদি। তিনি জানিয়েছিলেন, শিশুদের কীভাবে নতুন খেলনা দেওয়া যাবে এই নিয়ে ভাবনা শুরু করেছে কেন্দ্র। গ্লোবাল টয় ইন্ডাস্ট্রিতে ভারতের অংশীদারিত্ব অনেক কম। এই অংশীদারিত্ব বাড়ানোর কাজে যোগ দিতে হবে ছোট এবং বড় উদ্যোগকে। খেলনা শিল্পে লোকালকে, ভোকাল করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সেই বার্তাকে মনে রেখেই নতুন কোর্সের কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী।