নয়া দিল্লি: নির্বাচন-কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এবার মামলা রুজু করল বিহার পুলিশ। বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্রদের প্রতিবাদ-বিক্ষোভে আরও 'উস্কানি দেওয়ার' অভিযোগে রবিবার এই এফআইআর দায়ের করা হয় বলে সূত্রের খবর।
বিপিএসসি-র ৭০তম কম্বাইন্ড কমপেটিটিভ প্রিলিমিনারি পরীক্ষা আবার নিতে হবে। সেই দাবিতে রবিবার পটনার গান্ধী ময়দানে ছাত্ররা জড়ো হয়েছিলেন। ছাত্রদের সেই সমাবেশে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর।
যদিও বিহার পুলিশের বক্তব্য, পটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে পিকে শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্তও তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, তার পরেও পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে রবিবার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত করে, যে কর্মসূচিকে সমর্থন করেন তিনি।
পটনার জেলাশাসক জানান, সরকারি অনুমতি ছাড়াই ছাত্রদের সমাবেশ আয়োজন করার দায়েই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
৭০তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিল চেয়ে চাকরিপ্রার্থীরা পথে নামেন গত ১৩ ডিসেম্বর। বার বার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করেছেন পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে।
আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!
জেলাশাসক চন্দ্রশেখর সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “জেলা প্রশাসন সতর্ক করে বলে দিয়েছিল, গান্ধী ময়দানে যে কোনো রকম সমাবেশ করলে তা অবৈধ বলে বিবেচিত হবে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়েছিলেন। অনুমতি না দেওয়া সত্ত্বেও গান্ধী ময়দানে সমাবেশ করার জন্য জেলা পুলিশ ২১ জন পরিচিত ব্যক্তি এবং ৬০০-৭০০ জন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পরিচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রশান্ত কিশোর, তাঁর দলের সভাপতি মনোজ ভারতি, পটনার শিক্ষক রমাংশু মিশ্র প্রমুখ।”
জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিবাদ জানাতে যাচ্ছিলাম না। ছাত্ররা সেখানে বসে আছে, আমারা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। গান্ধী ময়দান একটা খোলামেলা জায়গা, জনসাধারণের জায়গা। সেখানে প্রতি দিন বহু লোক যায়। ছাত্রদের বসার জন্য যদি কোনো জায়গা না থাকে তা হলে তো তারা এ রকম জায়গাতেই যাবে। আমি জানি না, সরকার কেন এটাকে প্রেস্টিজ ইস্যু করছে। এ ভাবে তারা নিজেদেরই ক্ষতি করছে।”
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে