ইন্দাসএবার বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের পার্টি অফিসের দেওয়ালে পিকের বিরুদ্ধে পোস্টার। তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। তাঁকেই পোস্টারে বহিরাগত বলে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপিই একাজ করেছে। কিন্তু তৃণমূলের অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির।



 এর আগে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এই ধরনের পোস্টার দেখা গিয়েছিল। তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে ‘বহিরাগত’ তকমা দিয়ে ফের পড়ল পোস্টার। এবার ঘটনা ইন্দাসের শাশপুরে। শুধু তাই নয়এবার পোস্টার পড়েছে তৃণমূলের পার্টি অফিসের দেওয়ালে। পোস্টারে লেখা "বহিরাগত প্রশান্ত কিশোর বাংলা থেকে দূর হটো"।

কিন্তুকে বা কারা পোস্টার টাঙিয়েছে ? সেই উত্তর এখনও অধরা। বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবিরবিবার রাতে পার্টি অফিস বন্ধের সময় পোস্টার ছিল না। সোমবার সকালে এসে এটি দেখতে পান দলীয় কর্মীরা। শাশপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি তারাপদ ঘোষ জানান,  টিম প্রশান্ত কিশোর রাজ্যে তৃণমূলের হয়ে কাজ করছে। আর তাতেই ইর্ষান্বিত হয়ে বিজেপি এই কাজ করেছে বলে তার অনুমান। তৃণমূল কর্মীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারে তাই এই সব পোস্টার বিজেপি লাগিয়েছে বলে অভিযোগ শাসক দলের।

সাম্প্রতিককালে তৃণমূলের একের পর এক বিধায়ক দলের অন্দরে প্রশান্ত কিশোর সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এরইমধ্যে গত ২৫ নভেম্বর,  নৈহাটিতে প্রশান্ত কিশোরের নামে পোস্টার পড়ে। ফের প্রশান্ত কিশোর নামে পোস্টার পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইন্দাসে বিজেপির ২ নম্বর মন্ডল  সভাপতি গৌতম ধাড়া বলেনএখন তো তৃণমূলে দাদাদিদি আর রাজীবের অনুগামীর খেলা চলছে। ঐ দলের পুরনো কর্মীরা সম্মান না পেয়েই এই সব কাণ্ড করছে বলে তাঁর দাবি।