PM Modi Ujjain Visit: আসছেন প্রধানমন্ত্রী, মহাকালেশ্বর মন্দির কমপ্লেক্সের উদ্বোধন ঘিরে তুঙ্গে ব্যস্ততা উজ্জয়িনীতে

Mahakal Lok:মেরেকেটে বড়জোর দিনচারেক। তার পরই মহাকালেশ্বর মন্দির করিডোরের প্রথম পর্যায়ের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ অক্টোবরের ওই অনুষ্ঠান ঘিরে এই মুহূর্তে তুমুল ব্যস্ততা উজ্জয়িনীতে।

Continues below advertisement

ভোপাল: মেরেকেটে বড়জোর দিনচারেক। তার পরই মহাকালেশ্বর মন্দির করিডোরের (Mahakaleshwar Temple Corridor) প্রথম পর্যায়ের (first phase) উদ্বোধন (inauguration) করতে আসছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (narendra modi)। ১১ অক্টোবরের ওই অনুষ্ঠান ঘিরে এই মুহূর্তে তুমুল ব্যস্ততা উজ্জয়িনীতে (Ujjain)।

Continues below advertisement

কী চলছে?
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, উজ্জয়িনী পুলিশ লাইনের একাধিক হেলিপ্যাডের মধ্যে একটিতে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে হেলিপ্যাডে কপ্টার নামবে, তার পরিসর যতটা বাড়ানো সম্ভব ততটাই বাড়ানোর চেষ্টা করছে মধ্যপ্রদেশের শিবরাজ সিংহ চৌহানের প্রশাসন। এখনও পর্যন্ত যা নির্ঘণ্ট তাতে ১১ অক্টোবর সন্ধেয় ইন্দোরের হেলিপ্যাডে অবতরণ করবেন নরেন্দ্র মোদী। সেখান থেকে উজ্জয়িনীর দিকে হেলিকপ্টার করে রওনা দেওয়ার কথা তাঁর। তার পর 'মোটরকেড' করেই মন্দির চত্বরে যাবেন। সেই মতো যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই দিন, ঠিক সন্ধে ৬টার সময় 'মহাকাল বাবার' উদ্দেশে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ উৎসর্গ করবেন মোদী। সে দিন ঘণ্টাদুয়েক উজ্জয়িনীতে থাকার কথা তাঁর।

করিডোরের খুঁটিনাটি: 
গত মাসে এই উদ্বোধনের ঘোষণা করেছিলেন শিবরাজ সিংহ চৌহান। তার পরেই প্রকল্পের খুঁটিনাটি নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। মহাকাল করিডোরের কাজ দুটি ধাপে করা হচ্ছে। বর্তমানে এই মন্দির চত্বরের যা আয়তন, প্রকল্পটির রূপায়ণের পর তার আট গুণ বেড়ে দাঁড়াবে বলে দাবি প্রশাসনের। এই মুহূর্তে ২.৮২ হেক্টর এলাকা জুড়ে রয়েছে মন্দির চত্বরটি। ২০২৩ সালের মধ্যে ওই এলাকা গিয়ে পৌঁছবে ২০.২৩ হেক্টরে। প্রথম ধাপে থাকছে ৯০০ মিটার লম্বা একটি করিডোর। অগুনতি স্থাপত্য থাকার কথা সেখানে। থাকবে থিম-পার্ক, ই-ট্রান্সপোর্ট পরিষেবা, হেরিটেজ মল ইত্যাদি। দ্বিতীয় পর্যায়ে মহারাজওয়াড়া স্কুল ভবনকে ঐতিহ্যবাহী ধর্মশালায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা রূপায়ণের নকশা তৈরি করছে তারা। যেমন শিপ্রা নদী ও রুদ্র সাগরের সংযোগস্থন নির্মাণ, হ্রদের সামনের অংশের সৌন্দর্যায়ন, বহুস্তরীয় পার্কিং ব্যবস্থা যেখানে অন্তত সাড়ে তিনশো গাড়ি রাখার জায়গা থাকবে। এছাড়া একটা রেলওয়ে আন্ডারপাস ও রুদ্রসাগরের উপর ২১০ মিটার লম্বা ঝুলন্ত সেতুও বানানোর পরিকল্পনা রয়েছে। রামঘাটের কাছে চোখধাঁধানো 'লাইট শো'-র ব্যবস্থাও করা হবে, খবর সরকারি সূত্রে। এই পর্যায়ের কাজ শেষ হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগার কথা। 

আরও পড়ুন:'ওর মা আমার ছেলেকে মেরেছে', কার বিরুদ্ধে অভিযোগ নিহত যুবকের মায়ের?

  

Continues below advertisement
Sponsored Links by Taboola