নয়া দিল্লি: ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু হল। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বৈঠকের পর এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর মহাত্মা গান্ধির বিশ্বজনীন আস্থার প্রসঙ্গ উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বললেন, চিরবন্ধু দুই দেশের মধ্যে আরও নিবিড় বন্ধুত্বের বীজ বপন হল।


দুই রাষ্ট্রপ্রধানের মুখেই উঠে এল পারস্পরিক বিশ্বাস, আস্থা আর সহযোগিতার কথা। বাইডেন বললেন, ইন্দো-মার্কিন সম্পর্কে নতুন অধ্যায় শুরুর কথা। আর মহাত্মা গান্ধির প্রসঙ্গ টেনে মোদি জোর দিলেন আরও নিবিড় বন্ধুত্বে। এদিনের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান যে আজ থেকে ভারত-আমেরিকার সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রতিদিন চল্লিশ লক্ষ ভারতীয়-আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও মজবুত করে চলেছে। 


বিশ্বজুড়ে করোনা মহামারীর দাপট। আফগানিস্তানে মৌলবাদী শক্তি তালিবানের উত্থান।চিনের আগ্রাসী নীতি। জলবায়ুর দ্রুত পরিবর্তন। বিশ্বজুড়ে নানাবিধ চ্যালেঞ্জের আবহে মধ্যেই হোয়াইট হাউসে অনুষ্ঠিত হল দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক সম্পন্ন হল। চলতি বছর জানুয়ারি মাসে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আরও পড়ুন, করোনা চিকিৎসায় বাদ হাইড্রক্সিক্লোরোকুইন ও আইভারমেক্টিন, নয়া নির্দেশিকা প্রকাশ ICMR-এর


ভারত-মার্কিন সম্পর্ক জোরদার করতে বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের কাছে এমন অনেক জিনিস আছে, যা আমেরিকার কাজে লাগবে। আবার আমেরিকার বহু জিনিস ভারতের কাজে লাগবে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসবাদ এবং আধিপত্যবাদের প্রেক্ষিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ । 


বৃহস্পতিবার বিভিন্ন মার্কিন সংস্থার আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেখা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে। হ্যরিসের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদি তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, '' মার্কিন যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রপতি পদে আপনার নির্বাচিত হওয়া ঐতিহাসিক ঘটনা। গোটা বিশ্বের মানুষের কাছে আপনি অনুপ্রেরণা। ভারতে আসার জন্য আপনাকে  আমন্ত্রণ জানাচ্ছি। ''


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, '  অনেক ক্ষেত্রেই আমাদের ভাবনা-চিন্তা, মূল্যবোধ একধরনের। মহাকাশ নিয়ে গবেষণা সহ বহু বিষয়ে আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব। '' মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক শেষে বললেন । অন্যদিকে হ্যারিস বলেন, '' ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। করোনা মহামারী মোকাবিলা থেকে শুরু  করে বহু আন্তর্জাতিক বিষয়ে আমরা একসঙ্গে কাজ করে চলেছি। আগামী দিনেও করব। ''