মাঝির নৌকোয় চড়েছিলেন, তাঁর মেয়ের বিয়েতে শাড়ি দিলেন প্রিয়ঙ্কা
WEB DESK, ABP ANANDA | 16 Jan 2020 07:13 PM (IST)
অশোক শাহনির মেয়ের বিয়েতে প্রিয়ঙ্কার শুভেচ্ছা বার্তা নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান স্থানীয় কংগ্রেস নেতারা। শুধু তাই নয়, হাতে তুলে দেন নেত্রীর পাঠানো উপহার, একটি শাড়ি। জানালেন, প্রবীণ কংগ্রেস নেতা অজয় রাই।
বারাণসী: মেয়ের বিয়ে। বাড়িতে হঠাৎ হাজির একদল কংগ্রেস নেতা-নেত্রী। তাঁদের দেখে এককথায় হতবাক, পেশায় মাঝি, অশোক শাহনি। বারাণসীতে গঙ্গাবক্ষে নৌকো করে ঘোরান তিনি অনেককেই। তেমনই কিছুদিন আগে প্রিয়ঙ্কা গাঁধীর গঙ্গাসফরে নৌকোর দাঁড় ধরেছিলেন শাহনি। পরে তাঁকে মেয়ের বিয়ের আমন্ত্রণও জানান তিনি। কিন্তু হয়ত ভাবেনইনি কংগ্রেস নেত্রী তাঁর কথা মনে রাখবেন! অশোক শাহনির মেয়ের বিয়েতে প্রিয়ঙ্কার শুভেচ্ছা বার্তা নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান স্থানীয় কংগ্রেস নেতারা। শুধু তাই নয়, হাতে তুলে দেন নেত্রীর পাঠানো উপহার, একটি শাড়ি। জানালেন, প্রবীণ কংগ্রেস নেতা অজয় রাই। পরে অশোক শাহনি জানান, অনেক নেতা-নেত্রী-সাংসদই তাঁর নৌকোয় সওয়ার হয়েছেন। কিন্তু প্রিয়ঙ্কার মতো আচরণ আর কেউ করেননি।