ট্রাম্প আরও বলেছেন, ‘সিঙ্ক, শৌচাগারে জল পাওয়া যায় না। জলের উপর নিয়ন্ত্রণ রয়েছে। স্নান করার সময় আমার সুন্দর চুলের জন্য বেশি জল লাগে। কিন্তু টিপটিপ করে জল পড়ায় আমার স্নান করতে বেশি সময় লাগে। জলের উপর এই বিধিনিষেধ থাকা উচিত নয়। আমাদের আরও বেশি জল পাওয়া উচিত।’ দেওয়া হবে নতুন ডিশওয়াশার, লাইটবাল্ব, জল ব্যবহারের উপর আর থাকবে না বিধিনিষেধ, মার্কিন জনতাকে প্রতিশ্রুতি ট্রাম্পের
Web Desk, ABP Ananda | 16 Jan 2020 05:19 PM (IST)
এক প্রচারসভায় ট্রাম্প বলেছেন, কারও কাছে নতুন ডিশওয়াশার আছে? থাকলে আমি দুঃখিত।
ছবি সৌজন্যে ট্যুইটার
নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নতুন ডিশওয়াশার, কমলা রঙের লাইটবাল্ব, রেফ্রিজারেটর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, জল ব্যবহারের উপর থেকে বিধিনিষেধ তুলে দেওয়া হবে। এক প্রচারসভায় ট্রাম্প বলেছেন, ‘কারও কাছে নতুন ডিশওয়াশার আছে? থাকলে আমি দুঃখিত। সুইচ টিপলেই বিস্ফোরণের মতো শব্দ হয়। পাঁচ মিনিট পরে খুললে ধোঁয়া বেরিয়ে আসে। খুব অল্প জল পড়ে। অন্তত ১০বার ধুতে হয়। আমি নতুন ডিশওয়াশার দেওয়ার বিষয়টি অনুমোদন করে দিয়েছি। আপনাদের আর কোনও সমস্যা হবে না।’