মোদি সরকার প্রথম মেয়াদে পারফর্ম করা সরকার হিসাবে নিজেকে প্রমাণ করেছে, কর্মসূচি রূপায়ণে গতি বাড়বে, শিথিল হবে লাল ফিতের ফাঁস, বললেন নির্মলা
Web Desk, ABP Ananda | 05 Jul 2019 11:55 AM (IST)
সংসদে আজ ২০১৯-এর বাজেট পেশ করে নির্মলা বলেন, সাম্প্রতিক নির্বাচনে এক উজ্জ্বল, স্থিতিশীল ভারতের বাসনা প্রবল ছিল।
নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার প্রথম বাজেট ভাষণ পেশ করে বললেন, এনডিএ সরকার প্রথম মেয়াদের শাসনকালে ‘নয়া ভারত’-এর জন্য পদক্ষেপের সূচনা করেছিল। আগামী দিনে সেই লক্ষ্যে জোরকদমে কর্মসূচিগুলি রূপায়ণ করা হবে, লাল ফিতের ফাঁসও শিথিল হবে। এটি নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় সাধারণ বাজেট, পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হিসাবে প্রথম বাজেট প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী নির্মলার। সংসদে আজ ২০১৯-এর বাজেট পেশ করে নির্মলা বলেন, সাম্প্রতিক নির্বাচনে এক উজ্জ্বল, স্থিতিশীল ভারতের বাসনা প্রবল ছিল। এদিন প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুষ্ঠানিক ভাবে ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট অনুমোদন করে। মোদি সরকার প্রথম মেয়াদে পারফর্ম করা সরকার হিসাবে নিজেকে প্রমাণ করেছে, তাই সাধারণ নির্বাচনে জনগণ একটা কাজের সরকারের প্রতি আস্থার প্রমাণ রেখেছেন বলেও মন্তব্য করেন নির্মলা। আরও বলেন, প্রথম দফায় এনডিএ সরকার ‘নতুন ভারত’-এর লক্ষ্য সামনে রেখে যাত্রার সূচনা করেছিল, আর্থিক সুসংহতিকরণের প্রতি কঠোর দায়বদ্ধতা প্রকাশ করেছিল। একেবারে শেষ মাইলেও আমরা মানুষের কাছে পৌঁছেছি, সরকারি কর্মসূচি রূপায়ণ ত্বরান্বিত হবে, লাল ফিঁতের বাঁধন আলগা হবে বলেও প্রতিশ্রুতি দেন নির্মলা। ২০১৪-১০১৯ পর্বে খাদ্য সুরক্ষায় ব্যয় বেড়ে আগের ৫ বছরের দ্বিগুণ হয়েছে বলে জানান তিনি। ২০১৮-১৯ এ পেটেন্টের সংখ্যাও তিনগুণ বেড়েছে বলে দাবি করেন তিনি।