মুম্বই: মহারাষ্ট্রে শুরু হল করোনা চিকিৎসায় বিশ্বের বৃহত্তম প্লাজমা থেরাপি পরীক্ষা, নাম প্রজেক্ট প্লাটিনা। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন। এর ফলে করোনা থেকে যাঁরা সেরে উঠেছেন তাঁদের রক্ত থেকে প্লাজমা সংগ্রহ করে করোনা রোগীদের শরীরে প্রয়োগ করা হবে, যাতে অ্যান্টিবডি তৈরি হয়।

গোটা রাজ্যে বিনা মূল্যে চলবে প্লাজমা থেরাপির এই পরীক্ষামূলক চিকিৎসা। পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে টুইট করে এ কথা বলেছেন।


আদিত্য জানিয়েছেন, রাজ্যের ১৭টি মেডিক্যাল কলেজে হবে এই প্লাজমা থেরাপি। এর ফলে এই চিকিৎসার ব্যাপারে যাবতীয় তথ্যই শুধু বিশ্বের সামনে তুলে ধরা হবে না, গোটা রাজ্যে এই থেরাপি প্রয়োগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জোগানো হবে এ জন্য প্রয়োজনীয় অর্থ। যে সব রোগীর অবস্থা গুরুতর, তাঁদের শরীরে ২০০ এমএল-এর দুই ডোজ প্লাজমা বিনা মূল্যে দেওয়া হবে।

দেশে মহারাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি। এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৪,৬২৬, মৃত ৭,৪২৯। শুধু মুম্বইতেই ৭২,০০০-এর বেশি মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।