মুম্বই: রেড কার্পেট। ফ্ল্যাশের ঝলকানি আর তারকাদ্যুতিতে ঝলসে যাচ্ছে চোখ। যে লাল কার্পেটে হাঁটার স্বপ্ন দেখেন পৃথিবীর প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রী, যেখানে হাঁটার জন্য মাসের পর মাস প্রস্তুতি নিতে হয় তাঁদের সেই রেড কার্পেটেই যদি চলে আসেন কোনও সাধারণ মানুষ? কিন্তু, সত্য়িই কী তিনি সাধারণ? নাহ.. তাঁর পোশাক, চোখ-মুখ.. এক নজরে সমস্ত গ্ল্যামারের থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল সমস্ত মানুষ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল ছবি। কোনও ফ্যাশান ডিজাইনারের তৈরি করা কোটি টাকার পোশাক নয়, অর্ধনগ্ন সেই নারীর সর্বাঙ্গে জড়ানো ছিল একটাই আবেদন, 'আমাদের ধর্ষণ করা বন্ধ হোক।'


'কান'-এর ইতিহাসে এই প্রথম। রেড কার্পেটে হঠাৎ উপস্থিত এক অর্ধনগ্ন নারী। তাঁর উর্ধাঙ্গ অনাবৃত। নিম্নাঙ্গে পোশাক থাকলেও তাতে রূপক রক্ত। গোটা গা রঙে ঢাকা আর তাতে লেখা একটাই আবেদন। 'আমাদের ধর্ষণ করা বন্ধ হোক।' হলিউডের সাংবাদিকরা জানান, ওই মহিলা আচমকাই লাল গালিচায় ঢুকে নিজের পোশাক খুলে ফেলেন। এরপর হাঁটু মুড়ে বসে চিৎকার করে রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ইউক্রেনের মহিলাদের উপর প্রতিনিয়ত হওয়া যৌন উৎপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ জানানোর উদ্দেশেই এই কীর্তি ঘটান ওই মহিলা। রাশিয়া ইউক্রেনের যে সমস্ত গ্রামগুলিকে অধিকৃত করেছে, সেখানকার শিশু ও মহিলাদের ধর্ষণকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা। তখনও অবশ্য কালো কোট দিয়ে সেই মহিলার শরীর আবৃত করে তাঁকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।


আরও পড়ুন: Shiladitya Moulik: শিলাদিত্যর ছবির 'নাম চুরি'! সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি পরিচালকের


এএফপির রিপোর্ট অনুসারে, ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত ১ মাসে রাশিয়ান সেনা অধিকৃত গ্রামগুলি থেকে ১০০-র ও বেশি শিশু ও মহিলাদের ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছে। রিপোর্ট অনুযায়ী, অধিকাংশ ঘটনাই খারকিভের। ২০ মে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ট্যুইট করে জানিয়েছে, খারকিভে অন্তত ৬০ টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এরমধ্যে ২ জন ১০ বছরের বালক ও ১ জন ১ বছরের শিশুর মৃত্যু হয়েছে।