ডিআরডিও সাফল্যের সঙ্গে মঙ্গলবার আহমেদনগরে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে ওই ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করা হয়েছে বলে ঘোষণা করেছে। এমবিটি অর্জুন ট্যাঙ্ক থেকে তিন কিমি দূরে থাকা লক্ষ্যবস্তুতে ওই ক্ষেপণাস্ত্র সফল ভাবে আঘাত করেছে বলেও জানায় ডিআরডিও। ওই ক্ষেপণাস্ত্রের নানা বৈশিষ্ট্য় সম্পর্কে ডিআরডিও জানিয়েছে, এক্সপ্লোসিভ রিয়ার আর্মার দ্বারা সুরক্ষিত যানকে অকেজো করে দিতে এটিজিএম একটি ট্যান্ডেম হিট ওয়ারহেড নিয়োগ করে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা আরও বলেছে, মিসাইলটি এমন ভাবে তৈরি হয়েছে যাতে তা একাধিক প্ল্য়াটফর্ম থেকে উত্ক্ষেপণ করা যায় এবং বর্তমানে এমবিটি অর্জুনের একটি বন্দুক থেকে তার টেকনিক্যাল ট্রায়ালের মূল্যায়ন করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, লেসার পরিচালিত এটিজিএম নির্ভূল ভাবে আঘাত করার জন্য লেসারের সহায়তায় টার্গেটকে আটকে রেখে খুঁজে বের করে।
এটিজিএম বানিয়েছে পুণের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এআরডিই)। এ ব্যাপারে তাদের সঙ্গী হয় পুণের হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি ও দেহরাদুনের ইনস্ট্রুমেন্টস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট।
রাজনাথ ট্যুইটে লিখেছেন, আহমেদনগরের কে কে রেঞ্জে এমবিটি অর্জুন থেকে লেসার চালিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষামূলক উত্ক্ষেপণ সাফল্যের সঙ্গে করায় ডিআরডিও, ভারতকে অভিনন্দন জানাই। ডিআরডিও টিমকে নিয়ে ভারত গর্বিত। ওরা নিকট ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি গতকাল ওড়িষার বালেশ্বরের একটি টেস্ট রেঞ্জ থেকে অভয়াস হাইস্পিড এক্সপ্যান্ডেবল এরিয়াল টার্গেট যানের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণও করেছে ডিআরডিও।