কী আছে এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলে?
পিএসএলভি-সি৫০ তথা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল সিএমএস-০১ কমিউনিকেশন স্যাটেলাইট বহন করছে। যা টেলি কমিউনিকেশন পরিষেবা উন্নত করবে। তাতে টেলিভিশন, টেলি এডুকেশন, টেলি মেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা পরিষেবা উন্নত হবে। ১ হাজার ৪১০ কেজি কমিউনিকেশন স্যাটেলাইট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ লক্ষদ্বীপের ব্যবস্থা উন্নত করবে। পাশাপাশি ভারতের অন্যান্য জায়গায় টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে। পিএসএলভি-সি ৫০ কে জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথ থেকে ভূ-সিনক্রোনাস স্টেশনারি কক্ষপথে স্থাপন করা হল। সিএমএস-০১ হল ভারতের ৪২তম কমিউনিকেশন স্যাটেলাইট।
সিএমএস-০১ এর মাধ্যমে জিস্যাট-১২কে প্রতিস্থাপন করা হবে। এই স্যাটেলাইট স্থাপন করা হবে ২০১১ সালে। তার আগে ছিল ইনস্যাট ৩বি। সিএমএস-০১ এর দূরত্ব পৃথিবী থেকে ৪২ হাজার ১৬৪ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে।