নয়াদিল্লি: পিএসএলভি-সি৫০ (PSLV-C50) রকেটের সফল উৎক্ষেপণ হল আজ, বৃহস্পতিবার। এদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হল। যার মাধ্যমে কমিউনিকেশন স্যাটেলাইট স্থাপন করা হয়।

কী আছে এই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলে?

পিএসএলভি-সি৫০ তথা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল সিএমএস-০১ কমিউনিকেশন স্যাটেলাইট বহন করছে। যা টেলি কমিউনিকেশন পরিষেবা উন্নত করবে। তাতে টেলিভিশন, টেলি এডুকেশন, টেলি মেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা পরিষেবা উন্নত হবে। ১ হাজার ৪১০ কেজি কমিউনিকেশন স্যাটেলাইট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ লক্ষদ্বীপের ব্যবস্থা উন্নত করবে। পাশাপাশি ভারতের অন্যান্য জায়গায় টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে। পিএসএলভি-সি ৫০ কে জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথ থেকে  ভূ-সিনক্রোনাস স্টেশনারি কক্ষপথে স্থাপন করা হল। সিএমএস-০১ হল ভারতের ৪২তম কমিউনিকেশন স্যাটেলাইট।


সিএমএস-০১ এর মাধ্যমে জিস্যাট-১২কে প্রতিস্থাপন করা হবে। এই স্যাটেলাইট স্থাপন করা হবে ২০১১ সালে। তার আগে ছিল ইনস্যাট ৩বি। সিএমএস-০১ এর দূরত্ব পৃথিবী থেকে ৪২ হাজার ১৬৪ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে।