নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় ভারত-চিন দু পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের জের পড়েছিল ডিজিটাল দুনিয়াতেও। প্রথম দু দফায় ১১৮টি, পরে আরও কিছু চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র।


সবমিলিয়ে ২২৪ টি অ্যাপ ভারতীয় বাজারে নিষিদ্ধ করে দেয়। এমনকি বাদ পড়েনি অতি জনপ্রিয় মোবাইল গেম পাবজি। ভারতে পাবজির ফ্র্যানচাইজি সংস্থা টেনসেন্টের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল পাবজি কর্পোরেশন। এবার ভারতে ফিরতে রিলায়েন্স জিও সঙ্গে কথা চালাচ্ছে তারা।


পাবজি গেমের ডেভেলপার সংস্থা পাবজি কর্পোরেশন। এটি দক্ষিণ কোরিয়ার সংস্থা। কিন্তু ভারতে পাবজি মোবাইল অ্যাপটি এতদিন নিয়ন্ত্রণ করত টেনসেন্ট গেমস নামের একটি চিনা সংস্থা।


ভারতে সেই নিয়ন্ত্রণকারী সংস্থার সঙ্গে সম্পর্ক আগে ছিন্ন করে দিয়েছিল দক্ষিণ কোরীয় সংস্থাটি। সূত্রের খবর, ভারতের বাজার ধরতে রিলায়েন্সের জিও-র সঙ্গে কথা শুরু করেছে তারা। ওই সূত্রের মতে, কথাবার্তা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। এ ধরনের চুক্তির বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।


দুটি সংস্থার মধ্যে যদি এধরনের চুক্তি যদি হয়, তা হলে তা হবে প্রথম। গত বছর এই সংস্থার সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি হয়েছিল। কিন্তু এবার তা দীর্ঘমেয়াদে করতে চাইছে সংস্থাটি। কোন জায়গায় হবে, সংস্থার লাভ কী ভাবে দুটি সংস্থার মধ্যে ভাগ হবে,  তার রেশিও কী হবে এ সব নিয়ে আলোচনা চূড়ান্ত হলে তবেই পাবজি গাঁটছড়া বাধবে জিও-র সঙ্গে।