কলকাতা: মহালয়ার আগে রেডিও সারানো থেকে বাজারে গিয়ে দোকানির সঙ্গে ঝগড়া। বাঙালির নানা অভ্যাসের মুখোমুখি দাঁড় করাবে বেহালা দেবদারু ফটকের পুজো। কার্টুনের মাধ্যমে বাঙালির নিজস্ব চলনকে তুলে ধরতে চেয়েছে এই পুজো।
বাঙালির রক ব্যান্ড থেকে জিম করে মাসল ম্যান হবার চেষ্টা সবই থাকছে। সব মিলে একেবারে অন্য রকম পুজো উপহার পাবেন দর্শকরা।
বাঙালির নিজস্ব চলন বলন, বেহালা দেবদারু ফটকের পুজোর থিম
ABP Ananda, Web Desk
Updated at:
19 Sep 2019 09:27 AM (IST)
বাঙালির রক ব্যান্ড থেকে জিম করে মাসল ম্যান হবার চেষ্টা সবই থাকছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -