কলকাতা: থিমের নাম আলপনা। শিল্পী সেই আলপনা আঁকছেন লোহার মাধ্যমে। কঠিন লোহা শিল্পী কারিগরদের হাতের ছোঁয়ায় নানা নকশার রূপ নিচ্ছে। এভাবেই দুর্গাপুজোয় সেজে উঠছে এসবি পার্ক সর্বজনীন।







শিল্পী পার্থ দাশগুপ্ত। লোহার মরচে রঙের ক্যানভাসে ফুটে উঠছে সাদা আর হলুদের আলপনা। শান্তিনিকেতনের নিজস্ব ঘরানার আলপনা থাকছে। প্রতিমার সাজেও থাকছে সেই ছোঁয়া। কঠিন লোহার এমন বিপুল আয়তন বিস্ময় জাগাবে দর্শকদের।