কলকাতা: থিমের নাম আলপনা। শিল্পী সেই আলপনা আঁকছেন লোহার মাধ্যমে। কঠিন লোহা শিল্পী কারিগরদের হাতের ছোঁয়ায় নানা নকশার রূপ নিচ্ছে। এভাবেই দুর্গাপুজোয় সেজে উঠছে এসবি পার্ক সর্বজনীন।
শিল্পী পার্থ দাশগুপ্ত। লোহার মরচে রঙের ক্যানভাসে ফুটে উঠছে সাদা আর হলুদের আলপনা। শান্তিনিকেতনের নিজস্ব ঘরানার আলপনা থাকছে। প্রতিমার সাজেও থাকছে সেই ছোঁয়া। কঠিন লোহার এমন বিপুল আয়তন বিস্ময় জাগাবে দর্শকদের।
এসবি পার্ক সর্বজনীনের পুজো প্রস্তুতি
ABP Ananda, Web Desk
Updated at:
19 Sep 2019 09:21 AM (IST)
থিমের নাম আলপনা। শিল্পী সেই আলপনা আঁকছেন লোহার মাধ্যমে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -