পুণে: মহারাষ্ট্রের পুণেতে ধর্ষণকাণ্ডে অবশেষে গ্রেফতার। ঘটনার ৩ দিনের মাথায় শিরুর তেহশিল এলাকা থেকে মূল অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গারেকে গ্রেফতার করল পুণে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত পুলিশের খাতায় দাগি আসামী। আগেও একাধিক অপরাধ ঘটিয়ে জেল খেটেছে সে। ইদানীং জামিনে জেলের বাইরে ছিল অভিযুক্ত। কয়েকদিনের মাথাতেই আবার অপরাধ ঘটানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে। 


কী অভিযোগ


সোমবার, পুণের স্বরগেট ডিপোতে দাঁড়িয়ে থাকা ২৬ বছরের এক তরুণীকে বাসে তুলে ধর্ষণের অভিযোগ ওঠে দত্তাত্রেয়র বিরুদ্ধে। নির্যাতিতা তাঁর বয়ানে দাবি করেন, তিনি ভোর বেলা বাসস্ট্যান্ডে পৌঁছান। কোন বাস আগে ছাড়বে তা জিগ্যেস করেন ওই ব্যক্তিকে। অভিযুক্তি তাঁকে দেখিয়ে দেয় একটি বাস। সেখানে মহিলা উঠতেই , তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত।


দত্তাত্রেয়র খোঁজে তাঁর গ্রামে হানা


বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায় ঘটনা ঘটিয়ে মাস্ক পরে চলে যায় সে। দত্তাত্রেয় রামদাস গারেকে পুলিশ শনাক্ত করতে পারলেও, ঘটনার পর ৩ দিন লেগে গেল তাকে ধরতে।  ধর্ষণের অভিযোগের তদন্তে নেমে ১৩ জনের তদন্তকারী দল গঠন করে পুণে পুলিশ। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় পুণের বাস ডিপোর ম্যানেজার-সহ ২৩ জন নিরাপত্তা কর্মীকে। অভিযুক্ত দত্তাত্রেয়র খোঁজে তাঁর গ্রামে হানা দেন তদন্তকারীরা। অবশেষে শিরুর তহসিল থেকে তাকে গ্রেফতার করল পুণে পুলিশ।


পালিয়েই গ্রামে 


বৃহস্পতিবারই পুলিশের এক শীর্ষ আধিকারিক  'ইন্ডিয়া টুডে'কে জানান , পুণে পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার জন্য জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। শিরুরে  ড্রোন ইমেজিং করে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত শিরুরের একটি আখ ক্ষেতে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর দুপুর ২টা থেকে অভিযুক্তের ফোন বন্ধ ছিল। সে নিজের গ্রাম  শিরুরে পালিয়ে যেতে পারে, বলে আগেই আন্দাজ করেছিল পুলিশ।  


এই ঘটনায় মহারাষ্ট্র জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন,সরকার অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাইবে অর্থাৎ অপরাধ প্রমাণ হলে তার মৃত্যুদণ্ডও চাইবে সরকার।অভিযুক্তের সম্পর্কে যে কোনও তথ্য দিতে পারলে  ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।  মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী রাজ্য জুড়ে সব বাস ডিপোর নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই যে সব বাসগুলোর অনুমোদন  বাতিল করেছে, সেগুলিকে ১৫ এপ্রিলের মধ্যে ডিপো থেকে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন।