নয়াদিল্লি: ভোটপ্রচারে বেরিয়ে সন্তান প্রসব। পুনে পুরসভার ভোটে প্রচারে ব্যস্ত ছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রার্থী রূপালি পাটিল। সন্তানসম্ভবা রূপালির আচমকা প্রসব বেদনা ওঠে শুক্রবার। প্রচার থামিয়ে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান দুজনেই ভাল আছে বলে জানিয়েছেন ডাক্তাররা। রূপালি বলেছেন, ৫ মার্চ দিন ছিল। তবে প্রচারে এত দৌড়ঝাঁপ করতে হল বলেই হয়তো প্রসবের দিন প্রায় এক মাস এগিয়ে এল।
মা হয়েছেন বলে তো ভোট থেমে থাকবে না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুদিন পর থেকেই আবার প্রচারে নামবেন বলে জানিয়ে রেখেছেন রূপালি।
২১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। দুদিন বাদে হবে ভোটগ্রহণ।