কলকাতা: আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু গণনা। গোটা দেশের নজর পাঁচ রাজ্যের দিকে। সেখানের মসনদে বসবে কে? কংগ্রেস এবার কেমন ফল করবে? তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যে। এরই মধ্যে পাঞ্জাবে আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মান এগিয়ে ধুরি কেন্দ্রে। চামকৌড়ে আম আদমি পার্টির প্রার্থী চরণজিৎ সিংয়ের থেকে পিছিয়ে। এমনকী ভাদৌর আসনেও পিছিয়ে চান্নি। সেখানে আপ প্রার্থী লভ সিংহ উগোকের কাছে পিছিয়ে যান তিনি। অর্থাৎ, দুই আসনে ভাগ্য দোদুল্যমান চান্নির।

উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩।ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোটের ফল ঘোষণা হবে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।

এক নজরে এখনও পর্যন্ত কোন রাজ্যে, কোন আসুনে এগিয়ে কোন দল- 

পঞ্জাব

আপ  ৫২

কংগ্রেস  ৩৭

শিরোমণি অকালি দল  ২১

বিজেপি ৫

অন্যান্য ১

উত্তরপ্রদেশ

বিজেপি  ১৬৫

এসপি  ৮৫

বিএসপি ৫

কংগ্রেস  ৩

অন্যান্য  ২

উত্তরাখণ্ড

বিজেপি   ৩৪

কংগ্রেস  ৩৪ 

আপ ০

অন্যান্য ১

 

গোয়া 

বিজেপি  ১৫

কংগ্রেস  ১৫

তৃণমূল  ৭

অন্যান্য  ১

মণিপুর

বিজেপি ১০কংগ্রেস ১০এনপিপি ৮এনপিএফ ৮অন্যান্য  ১

সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত, সবারই বুথ ফেরত সমীক্ষায় পঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন।