রাজধানী দিল্লিতে মারাত্মক আকার ধারণ করেছে করোনা।এই কঠিন পরিস্থিতিতে এবার নৈশকালীন কার্ফু জারির পথে হাঁটল প্রতিবেশী রাজ্য পঞ্জাব। শুধু তাই নয়, দ্বিতীয় দফার সংক্রমণ ছড়ানো রুখতে একাধিক নতুন বিধিনিষেধ জারি করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। এর আগে আনলক পর্বে রাজস্থান, হিমাচলপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে নৈশকালীন কার্ফু জারি করেছিল।

পঞ্জাব সরকার জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সব ক'টি শহরে জারি থাকবে ওই নৈশকালীন কার্ফু। কার্ফু জারি থাকবে রাত ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত। হোটেল, রেস্তরাঁ এবং বিয়েবাড়ির অনুষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি করোনা মোকাবিলায় আরও একাধিক নিয়ম চালু করতে চলেছে সরকার। যার মধ্যে আছে -

১. মাস্ক না পরলে এক হাজার টাকা জরিমানা হবে। যা আগে ছিল ৫০০ টাকা।

২. রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। মুখ্য়সচিব বিনি মহাজনকে এই বিষয়ে তদারকি করার দায়িত্ব দিয়েছেন তিনি।

৩. হাসপাতালে আইসিইউ বেডের সংখ্য়া বাড়ানোর নির্দেশ দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। একইসঙ্গে হাসপাতালে সর্বক্ষণ অক্সিজেন পরিষেবা চালু রাখার নির্দেশ মুখ্য়মন্ত্রী।

৪. আরটি-পিসিআর প্রতিদিন ২৫ হাজার নমুনা পরীক্ষা করতে হবে। ২৪*৭ পরীক্ষার ব্য়বস্থা করতে হবে।

৫. হাসপাতালগুলিতে বাড়াতে বলা হয়েছে চিকিৎসক এবং নার্সের সংখ্যা। ২৪৯ জন চিকিৎসক এবং ৪০৭ জন মেডিক্য়াল অফিসার প্রয়োজন। গ্রামীণ হাসপাতালের সঙ্গে শহরের হাসপাতালগুলিকে যোগাযোগ রাখতে বলা হয়েছে।