মোহালি: পাঞ্জাবে নাশকতার ছক? পাঞ্জাব পুলিশের ইনটেলিজেন্স অফিসে রকেট হামলার ঘটনা। সোমবার রাতে মোহালিতে পাঞ্জাব পুলিশের অফিসে বিস্ফোরণ ঘটে। হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনা খতিয়ে দেখতে দল তদন্তকারী পাঠাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency) বা এনআইএ। পাঞ্জাব পুলিশের  ইনটেলিজেন্স দফতরে ভবনের তিন তলায় একটি ছোট মাপের বিস্ফোরণ ঘটেছে বলে পাঞ্জাব সরকার সূত্রে খবর। বিস্ফোরণের অভিঘাতে জানলা ও দরজার কাচ ভেঙেছে। 


 






কী জানিয়েছে পুলিশ:
মোহালির পুলিশ সুপারিনটেন্ডেন্ট হরবিন্দর সান্ধু জানিয়েছেন, বাড়িটিতে রকেট প্রপেল্ড গ্রেনেড ছোড়া হয়। বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে নিয়েছে পাঞ্জাব (Punjab) পুলিশের বাহিনী। গোটা রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধের পরে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে হামলা হয়। উচ্চপদস্থ কর্তারা এলাকায় পৌঁছেছেন। ফরেন্সিক দলকে ডাকা হয়েছে।  পাঞ্জাব পুলিশের কাছে  রিপোর্ট তলব করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। 


উদ্বেগে ক্যাপ্টেন:
ঘটনার পর উদ্বেগ জানিয়ে টুইট করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন।






ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। 


আরও পড়ুন:  দেশের জনগণনা এবার অনলাইনে, কীভাবে হবে ই-সেনসাস ?