ওড়িশা: পুরীতে জগন্নাথ দেবের (Puri Jagannath Chandan Yatra ) চন্দন যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। বাজি বিস্ফোরণে একাধিক ভক্ত গুরুতর আহত হয়েছেন। ANI সূত্রের খবর, বেশ কয়েকজন দগ্ধ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর ১৫-২০ জন গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়।
পুরীর (Puri) জগন্নাথ ধামে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার (Odisha CM) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। পাশাপাশি, আহতদের চিকিৎসার খরচ ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মেটানো হবে বলেও জানানো হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'দুর্ভাগ্যজনক এই ঘটনার কথা আমি শুনেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমার প্রার্থনা ভগবানের আশীর্বাদে যেন আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।'
এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। অ্যাম্বুল্যান্সে করে জখমদের নিয়ে আসা হয় হাসপাতালে। দ্রুত শুরু হয় চিকিৎসা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।