সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ফের এনকাউন্টারের হুঁশিয়ারি বিজেপি নেতার মুখে। পুরুলিয়ায় এক কিশোরীকে ছুরি মারার ঘটনায় বিজেপি-তৃণমূল চাপানউতোর।
‘আমরা যেদিন ক্ষমতায় আসব, সেদিন এই দুষ্কৃতীরা হয় সেলাম করবে, নাহলে সোজা এনকাউন্টার!’ এবার পুরুলিয়ায় এক কিশোরীর ছুরিকাহত হওয়ার ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর।
সোমবার পুরুলিয়ার পাড়া থানা এলাকার উদয়পুর গ্রামের ওই কিশোরী টিউশন থেকে ফিরছিল। পরিবারের অভিযোগ, সেসময় পাশের গ্রামের এক যুবক তাঁকে পেছন থেকে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় গ্রামের লোকজন কিশোরীকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করে। এখন আইসিসিইউতে ভর্তি রয়েছে সে। জখম কিশোরীর মায়ের অভিযোগ, আমার মেয়ে টিউশন থেকে ফিরছিল, ওকে ছুরি মেরেছে, আগেও ওই যুবক মেয়েকে উত্যক্ত করত। এরপরই আহত কিশোরীকে দেখতে হাসপাতালে যায় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। সেখানেই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি জেলা সভাপতি। বলেন, তৃণমূল দুষ্কৃতীদের প্রশয় দিচ্ছে, ছেলেটিকে চিহ্নিত করা গেলেও গ্রেফতার করা হয়নি, আমরা যেদিন সরকারে আসব, সেদিন এই দুষ্কৃতীরা সেলাম করবে, নাহলে সোজা এনকাউন্টার। পাল্টা তৃণমূল নেতা ও পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের বক্তব্য অবিবেচক, শিক্ষিত ভাবনা নয়, সংবিধান মেনে কাজ করা উচিত, সংবিধানে যে আইন আছে , তাতেই ব্যবস্থা নেওয়া দরকার।
এর আগে রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়ও বিতর্কিত মন্তব্য করেন। সায়ন্তন গতকালই ‘জেল থেকে বেরলেই অ্যাকসিডেন্ট’ মন্তব্য করেন। রাজু বলেন, তৃণমূলের যত বড় গুন্ডাই হোক, ওই অনুব্রত মণ্ডল হোক স্বপন দেবনাথ, বিকাশ দুবে হয়ে যাবে! ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই চড়ছে।