কলকাতা: প্রকাশিত হল ২০২০ সালের কিউএস ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের তালিকা। তাতে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে শীর্ষস্থান অধিকার করল কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভারতের যত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি বম্বে। ২ নম্বরে আইআইটি মাদ্রাজ, ৩ নম্বরে আইআইটি দিল্লি, ৪ নম্বরে আইআইটি কানপুর এবং ৫ নম্বরে রয়েছে আইআইটি খড়গপুরের নাম। এই সার্বিক তালিকায় প্রথম থেকে ২৬ নম্বর পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে, সবগুলিই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। তালিকায় ২৭ নম্বরে, প্রথম রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে নাম রয়েছে কলকাতার। এবং ৬৮ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। যা রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে দ্বিতীয়। এরপরই মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ২০২০-তে কিউএস ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে দেশের সেরা হল রাজ্যের ২টি বিশ্ববিদ্যালয়। দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে। অভিনন্দন। শুভেচ্ছা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, গর্বিত করেছে। মেধার স্বীকৃতি, কলকাতার প্রভূত উন্নতি হয়েছে। যারা বলছেন রাজনীতি হচ্ছে, তারা ছোট করে দেখছেন। রাজ্যপাল ট্যুইট করে বলেছেন, তালিকায় রয়েছে ২৮ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। ২৭ নম্বরে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় ও ৬৮ নম্বরে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়াদের অভিনন্দন। শিক্ষার উন্নতিসাধনে একযোগে কাজ করার ব্যাপারে আমি আশাবাদী। কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) একটি ব্রিটিশ সংস্থা। পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ করে তালিকা প্রকাশ করে এরা। ২০২০ সালের কিউএস ইন্ডিয়া র্যাঙ্কিংয়ের তালিকায় জায়গা পেয়েছে, দেশের ৩ হাজার ৯৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যেই রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে কলকাতা ও যাদবপুর।
রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশে শীর্ষে কলকাতা, দু’য়ে যাদবপুর, অভিনন্দন মুখ্যমন্ত্রী-রাজ্যপালের
Web Desk, ABP Ananda | 22 Oct 2019 07:58 PM (IST)