তিনি ট্যুইট করেন,স্যানিটাইজারে ১৮ শতাংশ, মাস্কে ৫ শতাংশ, লিকুইড হ্যান্ড ওয়াশে ১৮ শতাংশ, ডায়াগনস্টিক কিটে ৫ শতাংশ, ব্লাড টেস্ট স্ট্রিপসে ১২ শতাংশ জিএসটি নেওয়া হচ্ছে। করোনা মোকাবিলা: স্যানিটাইজার, সাবান, মাস্ক, দস্তানার ওপর কেন জিএসটি, তুলে নেওয়া হোক, দাবি রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2020 09:23 PM (IST)
তিনি ট্যুইট করেন,স্যানিটাইজারে ১৮ শতাংশ, মাস্কে ৫ শতাংশ, লিকুইড হ্যান্ড ওয়াশে ১৮ শতাংশ, ডায়াগনস্টিক কিটে ৫ শতাংশ, ব্লাড টেস্ট স্ট্রিপসে ১২ শতাংশ জিএসটি নেওয়া হচ্ছে।
নয়াদিল্লি: সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ রোখার তোড়জোড় চলছে। লকডাউন করে সংক্রমণ ঠেকানোর কৌশল নিয়েছে কেন্দ্র। পাশে প্রায় সব রাজ্য। কিন্তু করোনাভাইরাসে সংক্রমণ ঠেকানোর লড়াইয়ে যেসব উপকরণ, সামগ্রী ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের কাছে অতি প্রয়োজনীয়, সেগুলির ওপর চড়া হারে জিএসটি চালু রয়েছে বলে অভিযোগ করলেন রাহুল গাঁধী। বিষয়টির দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস সাংসদের দাবি, এই সঙ্কটের সময় আমরা বারবার বলছি, এই অতিমারীর সঙ্গে লড়াইয়ে ছোট-বড় দরকারি সামগ্রীগুলির ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হোক। রোগ, গরিবির মতো প্রতিকূলতার সঙ্গে যুঝতে থাকা মানুষের কথা ভেবে স্যানিটাইজার, সাবান, মাস্ক, দস্তানার ওপর ধার্য্য জিএসটি বাতিলের দাবি করেন তিনি। বলেন, এগুলির ওপর জিএসটি চাপানো অন্যায়। #GSTFreeCorona হ্যাশট্যাগ ব্য়বহার করে এই দাবিতে অনড় থাকবেন বলে জানান রাহুল।