চিনের সঙ্গে ভারতের সম্পর্ক সীমান্ত সমস্যার জেরে মার খাওয়ার প্রেক্ষাপটেই কেন্দ্রের সরকারকে আক্রমণ করলেন রাহুল। তিনি এ ব্যাপারে দি ইকনমিস্ট ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্টের স্ক্রিনশট জুড়ে দিয়েছেন যাতে ভারতের নিকট প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কও দুর্বল হওয়ার কথা বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ, চিন সম্পর্কে এখন জোরদার হচ্ছে। গত কয়েক মাসে চিনের সঙ্গে সীমান্ত সংঘাত চলছে ভারতের। সেই আবহে চিন, বাংলাদেশের কাছাকাছি আসা ভারতের কাছে উদ্বেগেরই বিষয় বটে।
সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলা, বেহাল অর্থনীতি সামলানো, বেকারি, চিনের সঙ্গে সংঘাতের মতো একাধিক প্রশ্নে মোদি সরকারকে আক্রমণের নিশানা করেছেন রাহুল। পাশাপাশি শাসক দলের বিদেশনীতিকেও তোপ দেগেছেন তিনি।
সম্প্রতি রাজ্যসভায় সরকারের পাশ করিয়ে নেওয়া কৃষিবিলের বিরোধিতার জেরে ৮ সাংসদের সাসপেনশনের প্রতিবাদেও সরব হয়েছেন রাহুল। বলেছেন, প্রথমে সংসদে সাংসদদের চুপ করিয়ে, তারপর সাসপেন্ড করে গণতান্ত্রিক ভারতকে বোবা করে দেওয়া চলছেই। কালা কৃষি আইনের ব্যাপারে চাষিদের উদ্বেগ থেকে মুখ ঘুরিয়ে রাখাও অব্য়াহত। এই সর্বজ্ঞ সরকারের সীমাহীন ঔদ্ধত্য পুরো দেশে আর্থিক বিপর্যয় ডেকে এনেছে বলেও অভিযোগ করেছেন তিনি।