Rahul Gandhi on Covid19: করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ার সিদ্ধান্ত 'নিষ্ঠুরতা', কেন্দ্রকে আক্রমণ রাহুলের

করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের এই সিদ্ধান্তকে "নিষ্ঠুরতা" বলে তোপ দাগলেন রাহুল গাঁধী। 

Continues below advertisement

নয়া দিল্লি : করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তাতে বিপর্যয় ত্রাণ তহবিল শেষ হয়ে যাবে। সুপ্রিম কোর্টকে আগের দিনই একথা জানিয়েছে মোদি সরকার। এপ্রসঙ্গে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। কেন্দ্রের সিদ্ধান্তকে এক ধরনের "নিষ্ঠুরতা" বলে তোপ দাগেন তিনি। 

Continues below advertisement

হিন্দিতে ট্যুইট করে রাহুল লিখেছেন, জীবনের মূল্যায়ন করা অসম্ভব। সরকার ক্ষতিপূরণ দিলে মানুষের অল্প একটু সাহায্য হত। কিন্তু, মোদি সরকার তা দিতেও প্রস্তুত নয়।

তিনি আরও বলেছেন, প্রথমে কোভিড অতিমারির সময় চিকিৎসার অভাব। তার পর মিথ্যা পরিসংখ্যান তুলে ধরা এবং সব শীর্ষে সরকারের নিষ্ঠুরতা।  

এর আগে করোনায় মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে সাহায্য ও এই ভাইরাসে নিহতের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জবাব জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহর ভ্যাকেশন বেঞ্চ করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আইসিএমআরের নির্দেশিকা জমা দিতে বলেছিল। আদালত বলেছিল, এ ব্যাপারে অভিন্ন নীতি থাকা দরকার। ২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইনের সংস্থান অনুযায়ী, করোনায় মৃতদের পরিবারগুলিকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। সেইসঙ্গে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অভিন্ন নীতির আর্জি জানিয়েও একটি পিটিশন দায়ের হয়েছিল। এই দুটি পৃথক পিটিশনের শুনানিতে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট।

এর পরিপ্রেক্ষিতে করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় মোদি সরকার। কেন্দ্রের তরফে আরও বলা হয়, যদি করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে গিয়ে SDRF-এর পুরো টাকা শেষ হয়ে যায়, তাহলে করোনা মোকাবিলার জন্য যথেষ্ট তহবিল থাকবে না। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সরবরাহ বা ঘূর্ণিঝড়-বন্যার মতো বিপর্যয় মোকাবিলার মতো তহবিলও পাওয়া যাবে না। কাজেই করোনায় সকল মৃতের জন্য ক্ষতিপূরণ দেওয়ার যে আবেদন উঠেছে তা সরকারের আর্থিক সামর্থের বাইরে।

Continues below advertisement
Sponsored Links by Taboola