নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের গ্রেফতারিতে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের। কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের আটকাতে মরিয়া হয়ে তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে বলে দাবি তাঁদের। কেজরিওয়ালের গ্রেফতারিতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন তিনি। ভীত হয়েই তারা এমন কাজ করাচ্ছে বলে দাবি রাহুলের। (Rahul Gandhi)


দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু এদিনই তাঁর সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। আর তার পরই দিল্লিতে কেজরিওয়ালের বাসভবনে পৌঁছে যায় ED এবং দিল্লি পুলিশ। তাঁর ফোন কেড়ে নেওয়া হয়, গ্রেফতার করা হয়। (Rahul on Kejriwal Arrest)


এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বিজেপি বিরোধী I.N.D.I.A জোটে কেজরিওয়ালের শরিক রাহুল। তাঁর বক্তব্য, 'ভীত স্বৈরচারী শাসক, মৃত গণতন্ত্র দেখতে চায়। সংবাদমাধ্যম সমেত সব প্রতিষ্ঠানগুলিকে কব্জা করা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে দেওয়া, কর্পোরেট সংস্থার থেকে টাকা তোলা, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াও 'অসুর শক্তি'র জন্য কম ছিল, তাই এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীর গ্রেফতারিও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। INDIA এর জবাব দেবে'।



আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: পদে থাকাকালীন এই প্রথম গ্রেফতার কোনও মুখ্যমন্ত্রী, কেজরিওয়ালকে কেন ধরল ED?


কেজরিওয়ালের গ্রেফতারিতে মুখ খুলেছেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। তিনি লেখেন, 'আদর্শ আচরণবিধির মধ্যেই কীভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী গ্রেফতার? 'আগেই অবৈধ অর্ডিন্যান্স জারি করে ক্ষমতা দখল ছিনতাই। এর পরেও কীভাবে অবাধ-স্বচ্ছ ভোট সম্ভব? সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন পদক্ষেপ না করলে কারা প্রতিবাদ করবে'?



সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লেখেন, 'যে নিজে ভয়ের শৃঙ্খলে বন্দি হয়ে রয়েছে, অন্য কাউকে বন্দি করে সে কী করবে? বিজেপি জানে, দ্বিতীয় বার ক্ষমতায় ফিরবে না ওরা। এই ভয় থেকেই বিরোধী নেতাদের যে কোনও উপায়ে মানুষের থেকে দূরে সরাতে চাইছে, গ্রেফতারি তাই অজুহাত। এই গ্রেফতারি নয়া বিপ্লবের জন্ম দেবে'।



ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পওয়ার লেখেন, 'লোকসভা নির্বাচন যখন শিয়রে, বিরোধীদের নিশানা করতে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের তীব্র নিন্দা করছি। এই গ্রেফতারিতেই বোঝা যায়, ক্ষমতায় থাকতে কত নীচে নামতে পারে BJP. অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অসাংবিধানিক পদক্ষেপ করা হয়েছে, তার বিরুদ্ধে একজোট INDIA'.



দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। পদে থাকাকালীন এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির তিন নেতা গ্রেফতার হলেন এই নিয়ে। তবে গ্রেফতার হলেও, কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন, জেল থেকে সরকার চালাবেন বলে জানিয়েছে AAP. 


লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি AAP সাংসদ রাঘব চাড্ডার। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে। দিল্লি এবং পঞ্জাবে AAP সরকার যে কাজ করেছে, তার চর্চা গোটা বিশ্বে। তাই কেজরিওয়ালকে গ্রেফতার করে তাঁর ভাবনাকে আটকানো যাবে না বলে মত রাঘবের।