নয়াদিল্লি: লেডিস ফার্স্ট। সবার প্রথম প্রমীলাবাহিনী। ভারতীয় রেল ঘোষণা করল, মহারাষ্ট্রে ২১ অক্টোবর থেকে লোকাল ট্রেন চলবে। প্রথম ধাপে শুধু মহিলা যাত্রীদের শহরতলির ট্রেনে চাপার অনুমতি দেওয়া হবে। রেলমন্ত্রী পীযূষ গয়াল ট্যুইট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন। ট্যুইটে তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মহিলা যাত্রীদের ২১ অক্টোবর থেকে সকালে ১১টা থেকে বেলা তিনটে এবং সন্ধ্যা সাতটার পর শহরতলির ট্রেনে চাপার অনুমতি দিচ্ছে রেল। আমরা সবসময়ই প্রস্তুত ছিলাম এবং আজ মহারাষ্ট্র সরকারের তরফে চিঠি পাওয়ার পর আমরা এই যাত্রায় সবুজ সঙ্কেত দিয়েছি। এখনও পর্যন্ত কোভিড-১৯ অতিমারীর আবহাওয়ায় অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন সমেত একেবারে সীমিত ক্ষেত্রের যাত্রীদেরই লোকাল ট্রেনে যাতায়াতের অনুমোদন রয়েছে।


এদিকে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকে বলেছে, দিনের নন-পিক আওয়ারে অর্থাত্ যখন সবচেয়ে বেশি হওয়ার সময় নয়, তখন ভেন্ডর, দিনমজুরি করে পেট চালানো লোকজন ও দোকান কর্মচারীদের লোকাল ট্রেনে যাত্রার অনুমতি দেওয়ার বিষয়টি যেন তারা খতিয়ে দেখে। অভাবী লোকজনেদের অস্তিত্বরক্ষার প্রশ্ন এটা, বলেছে তারা। আদালতের আরও প্রস্তাব, যাত্রীসংখ্যা যত বাড়বে, পরিষেবা ক্ষেত্র যত বেশি নতুন করে চালু হবে, তার সঙ্গে তাল রেখে দৈনিক লোকাল ট্রেন পরিষেবাও বাড়ানো হোক।