দার্জিলিং ও জলপাইগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টিতে বানভাসি ডুয়ার্স। দার্জিলিঙে ধসে বন্ধ রাস্তা।


গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ডুয়ার্সের আংরাভাসা নদীতে শুরু হয়েছে ভাঙন। নদী গর্ভে চলে গিয়েছে গয়েরকাটা চা বাগানের বিস্তীর্ণ অংশ। জ্যোতির্ময় কলোনি এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে।


জলপাইগুড়ির বানারহাটেও শুরু হয়েছে প্রবল বৃষ্টি। পাশাপাশি, ভুটান থেকে জল ছাড়ায় জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।


হাতি নালার জল ঢুকে বিন্নাগুড়ি, তেলিপাড়া চা বাগান প্লাবিত হওয়ার আশঙ্কা। প্রতিবাদে বুধবার ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা।


জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি জানিয়েছেন, এলাকায় অস্থায়ী বাঁধ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারের কাজ চলছে।


সেচ দফতর সূত্রে খবর, বুধবার তিস্তা ব্যারেজ থেকে ৩ হাজার ৬৮৪ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি হয়েছে।


অন্যদিকে, প্রবল বৃষ্টিতে মঙ্গলবার রাতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে, রোহিণী রোডে ধস নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার সকাল থেকে ফের শুরু হয়।


আবার মালদা শহরে বিপদসীমার উপর দিয়ে বইছে মহানন্দা নদী। জলমগ্ন ইংরেজবাজার পুরসভার চারটি ওয়ার্ড। উত্তরবঙ্গে গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে চরম বিপদসীমার সামান্য নীচ দিয়ে বইছে মহানন্দার জল।


প্লাবিত ইংরেজবাজার পুরসভার ৮, ৯, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড। খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন নীচু এলাকার শতাধিক বাসিন্দা। মালদা পুর এলাকায় লকডাউনের পাশাপাশি, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চরম দুর্ভোগে কয়েকশো পরিবার।