কলকাতা: উত্তরবঙ্গে ফের শুরু হয়েছে বৃষ্টি। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী ২৪ ঘণ্টা এই অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এর জেরে সিকিম ও উত্তরবঙ্গ সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আজ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বুধ থেকে শুক্র- এই তিনদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে তারা। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ থেকে আকাশ আংশিক মেঘলা। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।