ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে যুভান। কোলে নিয়ে রাজ লায়ন কিং-এর মুফাসার মত তার সঙ্গে পরিচয় করাচ্ছেন কলকাতাকে। দেখাচ্ছেন, কোথায় বিদ্যাসাগর সেতু, কোথায় হাওড়া ব্রিজ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে।
ছেলে সিম্বা, তাকে কলকাতা দেখালেন রাজ চক্রবর্তী, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2020 07:47 AM (IST)
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে।
NEXT
PREV
কলকাতা: তাঁর ছেলে যে সে নয়, সে লায়ন কিং। ছোট্ট হলে কী হবে, ধুতি পাঞ্জাবি পরে ঠিকই ঠাকুর দেখতে যাবে সে, নাচবে ঢাকের তালে কোমর দোলে। বহুতলের জানালা দিয়ে পুঁচকে যুভানকে কলকাতা চেনালেন রাজ চক্রবর্তী।
ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে যুভান। কোলে নিয়ে রাজ লায়ন কিং-এর মুফাসার মত তার সঙ্গে পরিচয় করাচ্ছেন কলকাতাকে। দেখাচ্ছেন, কোথায় বিদ্যাসাগর সেতু, কোথায় হাওড়া ব্রিজ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে।
ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে যুভান। কোলে নিয়ে রাজ লায়ন কিং-এর মুফাসার মত তার সঙ্গে পরিচয় করাচ্ছেন কলকাতাকে। দেখাচ্ছেন, কোথায় বিদ্যাসাগর সেতু, কোথায় হাওড়া ব্রিজ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -