গত বৃহস্পতিবার ৮০টি পুরসভা এবং ৯টি পুর কাউন্সিল, একটি পুর কর্পোরেশনে ভোট হয়। সব মিলিয়ে লড়াইয়ে নামে ১০ হাজার জন প্রার্থী। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ৭৬.৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। যার মোট সংখ্যা ২২ লক্ষ ৮৪ হাজার।
জানা গিয়েছে, ভোট হয়েছিল ৩ হাজার ৩৫টি ওয়ার্ডে। কিন্তু ফলপ্রকাশ হয়েছে ৩ হাজার ৩৪টি ওয়ার্ডে। আজ রবিবার এই ফল ঘোষণা হয়েছে। বিরোধীদের মধ্যে বিজেপি জিতেছে ১১৪০টি আসনে, বিএসপি জিতেছে ১টি আসনে, সিপিএম পেয়েছে ৩টি এবং আরএলপি পেয়েছে ১৩টি আসন। পাশাপাশি ৬৩৪ জন প্রার্থী জিতেছেন এই নির্বাচনে।
বৃহস্পতিবার এই নির্বাচন হয়, আজমেঢ়, বিকানের, ভিলয়ারা, বুন্দি, প্রতাপগড়, চিতরগড়, চুরু, দুঙ্গাপুর, হনুমানগড়, জয়সলমীর, জালোর, জালায়ার, নাগপুর, পালি, শিকর, টোঙ্ক, উদয়পুর জেলায়।