Rajasthan Municipal Election Results 2021: রাজস্থানের পুরসভার নির্বাচনে জয়ী কংগ্রেস, দ্বিতীয় স্থানে বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2021 09:14 PM (IST)
গত বৃহস্পতিবার ৮০টি পুরসভা এবং ৯টি পুর কাউন্সিল, একটি পুর কর্পোরেশনে ভোট হয়। সব মিলিয়ে লড়াইয়ে নামে ১০ হাজার জন প্রার্থী। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ৭৬.৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছে।
জয়পুর: রাজস্থানের পুরসভার নির্বাচনে জয়ী হল শাসক দল কংগ্রেস। দ্বিতীয় স্থানে বিজেপি। ৩ হাজার ৩৪টি ওয়ার্ডের মধ্যে ১ হাজার ১৯৭টি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস। ২০ জেলায় ৯০টি পুরসভায় এই নির্বাচন হয়েছে। গত বৃহস্পতিবার ৮০টি পুরসভা এবং ৯টি পুর কাউন্সিল, একটি পুর কর্পোরেশনে ভোট হয়। সব মিলিয়ে লড়াইয়ে নামে ১০ হাজার জন প্রার্থী। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ৭৬.৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। যার মোট সংখ্যা ২২ লক্ষ ৮৪ হাজার। জানা গিয়েছে, ভোট হয়েছিল ৩ হাজার ৩৫টি ওয়ার্ডে। কিন্তু ফলপ্রকাশ হয়েছে ৩ হাজার ৩৪টি ওয়ার্ডে। আজ রবিবার এই ফল ঘোষণা হয়েছে। বিরোধীদের মধ্যে বিজেপি জিতেছে ১১৪০টি আসনে, বিএসপি জিতেছে ১টি আসনে, সিপিএম পেয়েছে ৩টি এবং আরএলপি পেয়েছে ১৩টি আসন। পাশাপাশি ৬৩৪ জন প্রার্থী জিতেছেন এই নির্বাচনে। বৃহস্পতিবার এই নির্বাচন হয়, আজমেঢ়, বিকানের, ভিলয়ারা, বুন্দি, প্রতাপগড়, চিতরগড়, চুরু, দুঙ্গাপুর, হনুমানগড়, জয়সলমীর, জালোর, জালায়ার, নাগপুর, পালি, শিকর, টোঙ্ক, উদয়পুর জেলায়।