রাখির উপহার, বিনা মূল্যে বাসে সফর করতে পারবেন রাজস্থানের মেয়েরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jul 2020 02:26 PM (IST)
তবে শীততাপনিয়ন্ত্রিত, ভলভো ও অল ইন্ডিয়া পারমিট থাকা বাসগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
জয়পুর: রাখি বন্ধনে রাজস্থানের বোনেদের বিশেষ উপহার দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের সব মেয়েদের সেদিন বিনা মূল্যে সরকারি বাসে সফরের সুযোগ দিচ্ছে তারা। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, রাজস্থান রাজ্য পরিবহণ নিগমের যে সব সাধারণ ও এক্সপ্রেস বাস রাজ্যের মধ্যে চলে, সেগুলিতে রাখির দিন মেয়েদের থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের বাসের ক্ষেত্রেও সেদিন মেয়েরা এই সুবিধে পাবেন। তবে শীততাপনিয়ন্ত্রিত, ভলভো ও অল ইন্ডিয়া পারমিট থাকা বাসগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এ বছর ৩ অগাস্ট রাখি বন্ধন অনুষ্ঠান।