বারাসাত আদালতও ফেরাল রাজীব কুমারকে; অন্য জেলার মামলা, তাই নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই, জানালেন বিচারক
Web Desk, ABP Ananda | 17 Sep 2019 03:58 PM (IST)
বারাসাত আদালতও ফেরাল রাজীব কুমারকে।
অন্য জেলার মামলা, তাই নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই, জানিয়ে দিলেন বিচারক।
বারাসত জেলা দায়রা আদালতও ফিরিয়ে দিল রাজীব কুমারকে। রাজীবকে আগাম জামিন দেওয়ার এক্তিয়ার নেই দায়রা আদালতের, যেতে হবে আলিপুর এসিজিএম কোর্টে, এমনটাই জানিয়ে দিলেন বারাসত আদালতের বিচারক। বারাসাত আদালতে এ দিন রাজীবের আইনজীবী আগাম জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন, ‘মিথ্যে অভিযোগ আনা হচ্ছে রাজীব কুমারের বিরুদ্ধে। ২০১৭-এ প্রথমবার রাজীব কুমারের নাম আছে। ২০১৪ থেকে সারদা মামলার তদন্ত শুরু হয়েছে। একটি চার্জশিটেও রাজীব কুমারের নাম নেই। ৪দিন আগে পর্যন্ত সাক্ষী হিসেবে নাম ছিল রাজীবের। ৪দিনে কী এমন হল যে রাজীব অভিযুক্ত হয়ে গেলেন!’ অন্যদিকে সিবিআই-এর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, ‘রাজীব কুমার একজন সিনিয়র অফিসার, কিন্তু আইন ভঙ্গকারী। রাজীব কুমারকে আগাম জামিন দিলে, ব্যাহত হবে তদন্ত। রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বিধাননগরেই সারদার প্রধান কার্যালয়, সেখানের সিপি ছিলেন রাজীব। সব জানতেন রাজীব, তাঁর নির্দেশেই তদন্ত। সব জেনেও কোনও পদক্ষেপ নেননি রাজীব কুমার। সুদীপ্তদের কল রেকর্ডে একাধিক প্রভাবশালীদের নম্বর। প্রভাবশালীদের আড়াল করতেই কল রেকর্ড দেওয়া হয়নি। দেবযানী যে ২টি ডায়েরির কথা বলেছিলেন, সেটা কোথায় গেল? শিলঙে গেলেও, কোনও রকম সহযোগিতা করেন নি’। এর আগে, মঙ্গলবার জেলা দায়রা আদালতে রাজীব কুমারের আইনজীবীরা তাঁর আগাম জামিনের আবেদন জানালে, পাল্টা রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানায় সিবিআই। সিবিআইয়ের আর্জিরও রায়দান স্থগিত রাখলেন বিচারক।