ট্রেন্ডিং

সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেনার সঙ্গে চাপানউতোর, 'শক্তিধর' BNP-র চাপ ! ইউনূসের ইস্তফা সময়ের অপেক্ষা ? রাজনৈতিক সঙ্কট ফের ঘোরালো বাংলাদেশে ?

এবার ঘরে ফিরলেন মুক্ত পূর্ণম । পেলেন বীরের মর্যাদা, উঠল জয়ধ্বনি

পাক নাগরিক আজাদ মল্লিককে জেলে গিয়ে জেরার অনুমতি দিল ব্যাঙ্কশাল কোর্ট

ফের সিভিকের কুকীর্তি ফাঁস! থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরির অভিযোগ
গতকাল পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে পৌঁছল ৫ সদস্যের প্রতিনিধিদল।
জম্মু ও কাশ্মীর নিয়ে পর্রীকর, দোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক রাজনাথের
Continues below advertisement

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সমস্যা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ওই বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, গর্ভনর এন এন ভোহরা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কে দোভাল।
বৈঠকে আলোচিত হয় কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন, সেনাবাহিনী কর্তৃক অসামরিক জমি ফেরত, সীমান্তের অশান্তি, সন্ত্রাসের মতো বিষয় সহ জম্মু ও কাশ্মীরের একাধিক সমস্যা।
সূত্রের খবর, সেনাদের জমি ফেরতের বিষয়টি নিয়ে রাজ্যের চিফ সেক্রেটারির সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। প্রাথমিকভাবে জানানো হয়েছে ১৩৯ একর জমি রাজ্যকে ফিরিয়ে দেবে সেনারা। কিন্তু এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
আজকের বৈঠকে কাশ্মীরি পন্ডিতদের পুর্নবাসন দেওয়ার বিষয়টিও ওঠে। জানা গিয়েছে এরকম পরিবার রয়েছে প্রায় ৬২০০০। যাঁরা ১৯৯০-এর সন্ত্রাসমূলক পরিস্থিতির সময় বাসস্থান ছেড়ে চলে গিয়েছিলেন।
বৈঠকে উঠে আসে সীমান্তের অশান্তি, সন্ত্রাসের প্রসঙ্গ। এছাড়াও এক তরুণীকে উত্যক্ত করার অভিযোগে অশান্ত হয়ে ওঠার পরিস্থিতি এবং ওই ঘটনায় ৪ জনের মৃত্যুর প্রসঙ্গও আলোচনা হয় বৈঠকে। রাজ্যের উন্নয়ন এবং এ সংক্রান্ত প্রকল্পের অবস্থান সম্পর্কেও খোঁজ নেন রাজনাথ।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে