নয়াদিল্লি: রেকর্ড করল বিজেপি। রাজ্যসভায় এই প্রথম ১০০ সদস্য সংখ্যায় পৌঁছল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। বৃহস্পতিবার হওয়া ভোটে অসম, ত্রিপুরা এবং নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় একটি করে আসন জয়ের পর এই রেকর্ড ছুঁল বিজেপি। হিসেব এমনটা হলেও এখনও রাজ্যসভার তরফে সরকারিভাবে এটা জানানো হয়নি। 
 
কোন আসন:
সম্প্রতি ৬টি রাজ্য থেকে ১৩টি রাজ্যসভা (Rajya sabha) আসনের ভোট হয়েছে। যেখানে এর আগে পঞ্জাব থেকে পাওয়া একটিমাত্র আসন হাতছাড়া হয়েছে বিজেপির। কিন্তু তিনটি উত্তর-পূর্ব রাজ্য এবং হিমাচল প্রদেশ (Himachal Pradesh) থেকে মোট পাঁচটি আসনে জয় পেয়েছে বিজেপি। এর আগে ওই পাঁচটি আসনই বিজেপি বিরোধী দলগুলির দখলে ছিল। পঞ্জাবের মোট পাঁচটি রাজ্যসভা আসনেই জয়ী হয়েছে আম আদমি পার্টি। 


ক্রমশ উত্থান:
২৪৫ আসনের রাজ্যসভায় এখনও সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। যদিও ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি (BJP) সরকার আসার পর থেকে রাজ্যসভায় ক্রমশ নিজের শক্তি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। ২০১৪ সালে রাজ্যসভার বিজেপির সাংসদ (Member of Parliament) ছিলেন ৫৫ জন। সেখান থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে বিজেপি, কারণ ২০১৪ সালের পর থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভায় জয়ী হয়েছে বিজেপি। তারই প্রভাব পড়েছে রাজ্যসভার আসনসংখ্যায়। 


ইতিহাসে পাতায়:
সংসদের উচ্চকক্ষ (Upper House) অর্থাৎ রাজ্যসভায় একশোর বেশি আসন পাওয়া নতুন নয়। এর আগে ১৯৯০ সালে এই কৃতিত্ব ছিল কংগ্রেসের। সেই সময়ে রাজ্যসভায়  শাসক কংগ্রেসের (Congress) সদস্যসংখ্যা ছিল ১০৮। তারপর থেকে রাজ্যসভায় ক্রমশ কমেছে তাদের সদস্যসংখ্যা।


যদিও এরপর রাজ্যসভার আরও কিছু আসনে ভোট রয়েছে। যেখানে অন্ধ্রপ্রদেশ, ছত্তীশগঢ়, মহারাষ্ট্র, রাজস্থানের (Rajasthan) মতো জায়গা থেকে আসন রয়েছে, যেখানে বিজেপি খুব বেশি সুবিধে করতে পারবে না। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ১১টি আসন ফাঁকা হতে পারে। সেখানে অবশ্য অন্তত আটটি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। 


আরও পড়ুন: যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে পারে ভারত: লাভরভ