সম্প্রতি প্রকাশ পাওয়া ওই ভিডিওয় দেখা যাচ্ছে, তেহরান বিমানবন্দরের কাছে পারান্দ এলাকার ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করছে বিমানটিতে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিডিওর সত্যতা যাচাই করেছে তারা, তবে কোনও সরকারি সংস্থা ভিডিওটি পরখ করেছে কিনা জানা যায়নি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও এক দাবি করেছেন, বলেছেন, তাঁর কাছে একাধিক গোয়েন্দা সূত্রে খবর রয়েছে, ইরানী ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ওই বিমান দুর্ঘটনায় পড়ে।
মার্কিন সংবাদমাধ্যমটি বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পরেও বিমানটি বেশ কয়েক মিনিট উড়তে থাকে। তেহরান বিমানবন্দরে ফেরার জন্য পিছনে ঘোরেও। এরপরেই তা দাউদাউ করে জ্বলে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। মূহূর্তে মারা যান ১৭৬ জন যাত্রী।