নয়া দিল্লি: শেষ মুহূর্তে হয়ত মনে পড়ছে এই রে আজ তো রাখি! রাখি কেনা হয়নি, গিফট কেনা হয়নি! কী হবে? এই সমস্যা সমাধানে ব্লিঙ্কিট এবং সুইগিই ভরসা ছিল ভাই-বোনদের। রাখিবন্ধনে উপহার এবং রাখি কেনায় এই অনলাইন কেনাকাটিতে এবার রেকর্ড। ভারতে এবারের রক্ষা বন্ধনে রেকর্ড বিক্রি দেখল Blinkit, Swiggy। পরিসংখ্যান প্রকাশ করে জানান হয়েছে, দুটি সংস্থাই আগের বছরের তুলনায় বিক্রিতে রেকর্ড করেছে।


BlinkIt-এর CEO, Albinder Dhindsa X-সোশাল মিডিয়ায় জানিয়েছেন,  "আমরা কয়েক মিনিটের মধ্যে ব্লিঙ্কিটে একদিনে সর্বকালের রেকর্ড অতিক্রম করতে চলেছি। অর্ডার প্রতি মিনিট গত বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চকোলেট। আমাদের সকল ক্রেতাকে ধন্যবাদ। তাঁদের জন্যই এটা সম্ভব হয়েছে। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা।" 


 






এমনকী, রাখি বন্ধনের দিনে যাঁদের ভাইবোনেরা বিদেশে থাকে, সেখানেও যাতে উপহার পাঠানো যায় বা বিদেশ থেকে যাতে এদেশে উপহার বা রাখি পাঠানো যায় সেই ব্যবস্থা করবে ব্লিঙ্কিট। সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স এবং জাপান সহ ৬টি দেশ থেকে অর্ডারের অনুমতি দিতে পারে।


আরও পড়ুন, মিথ্যে বললেই ধরা পড়ে এই পরীক্ষায়? কী হয় পলিগ্রাফ টেস্টে?


শুধু ব্লিঙ্কিট নয়, সুইগি ইন্সটামার্টও রেকর্ড লাভ দেখেছে রক্ষা বন্ধনের দিনে। সহ-প্রতিষ্ঠাতা ফণী কিষণ এক্স সোশাল মিডিয়ায় জানিয়েছেন, 'রাখি বন্ধনে প্রতি মিনিটে রেকর্ড বিক্রি হয়েছে। আমরা সারা বছর যত রাখি বিক্রি করেছি আজকে তার থেকেও রাখি বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি বিক্রি হয়েছে।'                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে