মুম্বই: কাল ড্রাগ তদন্তে এনসিবির সামনে হাজিরা দেবেন দীপিকা পাড়ুকোন। গোয়া থেকে মুম্বই আসতে চার্টার্ড ফ্লাইট বুক করেছেন তিনি। পাশাপাশি কাল এনসিবির তদন্তে যোগ দেবেন রাকুলপ্রীত সিংহও। অবশেষে এনসিবির পাঠানো সমনের প্রাপ্তিস্বীকার করেছেন তিনি।
রাকুলপ্রীতের আজই এনসিবির অফিসে আসার কথা ছিল। কিন্তু তিনি এক বিবৃতিতে জানান, মুম্বই বা হায়দরাবাদ কোথাও তিনি এনসিবির কোনও সমন পাননি। এনসিবিও জানায়, কোনওভাবেই রাকুলপ্রীতের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তারা বলে, রাকুলপ্রীতের সঙ্গে বহুভাবে যোগাযোগের চেষ্টা করেছে তারা। কিন্তু তিনি কোনও হোয়াটসঅ্যাপের উত্তর দেননি। তবে আজ না এলেও উনি কাল আসতে পারেন, হাজিরা এড়ানো যাবে না, আসতে ওঁকে হবেই। এরপর আজ কিছুক্ষণ আগে রাকুলপ্রীত স্বীকার করেন, এনসিবির সমন তাঁর কাছে এসেছে, কাল তিনি তদন্তে যোগ দেবেন।
এই মামলায় সমন পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কপূরকেও। শনিবার হাজিরা দিতে পারেন এই দুই অভিনেত্রী। একইভাবে কর্ণ জোহরের প্রডাকশন হাউসের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদকে সমন পাঠাল এনসিবি। এর আগে ক্ষিতিজ বালাজি মোশন পিকচার্স, রেড চিলিসেও ছিলেন। কাল বেলা ১১টায় এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, ধৃত মাদক পাচারকারী অনুজ কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে ক্ষিতিজের নাম।
মাদক মামলায় ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসারকে সমন, কাল এনসিবির সামনে আসবেন রাকুলপ্রীত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 10:51 AM (IST)
এই মামলায় সমন পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কপূরকেও। শনিবার হাজিরা দিতে পারেন এই দুই অভিনেত্রী।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -