এই ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছি-ছি রব ওঠে।নেটিজেনরা বলেন, রামগোপালের এই আচরণ রোগের গুরুত্বটাকে লঘু করে দিল। কেউ কেউ আবার মজা করে বলেছেন, করোনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকত, আর সে যদি রামগোপালকে ফলো করত, তাহলে অচিরেই তার মৃত্যু হত!
এর আগে ১ এপ্রিল রামগোপাল নিজেকে করোনা-আক্রান্ত দাবি করে একটি পোস্ট করেন। সঙ্গে সঙ্গে বহু মানুষ তাঁকে সমবেদনা জানায়। কিন্তু পরক্ষণেই পরিচালক জানান, তিনি নেহাতই মজা করেছিলেন। কিন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই কঠিন অসুখ নিয়ে মজা করার বিষয়টি বেশিরভাগেরই পছন্দ হয়নি।