মুম্বই: বিতর্ককে ভালইবাসেন বোধ হয়। তাই বারবার নানারকম কাণ্ড ঘটিয়ে আলোচনায় উঠে আসেন পরিচালক রামগোপাল ভার্মা। আবারও একবার বিতর্কিত কারণেই তিনি শিরোনামে। ৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে দেশ জুড়ে করোনা যুদ্ধে আলোকসংহতি পালিত হয়। রাত ৯টায় সবাই যখন প্রদীপ জ্বালাতে ব্যস্ত, তখন রামগোপাল জ্বালালেন সিগারেট। সেখানেই শেষ নয়, সেই ছবি আপলোডও করলেন টুইটার হ্যান্ডেলে। তারপর তাঁর গর্বিত ঘোষণা, এখন করোনা সতর্কতা মানছেন, তাই সরকারের ধূমপান নিয়ে সতর্কতা তিনি মানছেন না।



এই ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছি-ছি রব ওঠে।নেটিজেনরা বলেন, রামগোপালের এই আচরণ রোগের গুরুত্বটাকে লঘু করে দিল। কেউ কেউ আবার মজা করে বলেছেন, করোনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকত, আর সে যদি রামগোপালকে ফলো করত, তাহলে অচিরেই তার মৃত্যু হত!



এর আগে ১ এপ্রিল রামগোপাল নিজেকে করোনা-আক্রান্ত দাবি করে একটি পোস্ট করেন। সঙ্গে সঙ্গে বহু মানুষ তাঁকে সমবেদনা জানায়। কিন্তু পরক্ষণেই পরিচালক জানান, তিনি নেহাতই মজা করেছিলেন। কিন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই কঠিন অসুখ নিয়ে মজা করার বিষয়টি বেশিরভাগেরই পছন্দ হয়নি।