নয়া দিল্লি: আবদার ছিল অনেকেরই। রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন এবং রামলালার (Ram Lala) প্রাণপ্রতিষ্ঠার দিনটিকে আজীবনের করে রাখতে দেশের একাধিক মায়েরাই চেয়েছিলেন এই দিনেই তাঁদের সন্তানদের পৃথিবীর আলো দেখাতে। চিকিৎসকদের কাছে সেই 'বায়না'ও রেখেছিলেন তারা। সময় মেনে ২২ জানুয়ারিতে দেশে জন্মগ্রহণ করল শতাধিক শিশু।  


সোমবার দুপুরে ‘শুভ মুহূর্তে’ অনেকেই তাঁদের সন্তান প্রসব করেছেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, যারা সন্তান প্রসব করেছেন, তাঁদের মধ্যে অনেকেই চেয়েছেন তাঁদের পুত্র এবং কন্যা সন্তানের নাম 'রাম' কিংবা 'সীতা' রাখতে। 


সংবাদসংস্থা পিটিআইকে এক জন্মদাত্রী বলেন, 'এটি একটি শুভ দিন এবং আমাদের পরিবার একটি ঐতিহাসিক দিনে সন্তান চেয়েছিল। রামলালার প্রাণপ্রতিষ্ঠা সেই শুভ দিন। আমি এই শুভ দিনে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছি এবং তাই, আমরা আমাদের শিশুর নাম সীতা রাখার পরিকল্পনা করছি।' 


তবে শুধু রাম-সীতাই নয়। রামমন্দিরের উদ্বোধনের দিন জন্ম নেওয়া ছেলেদের নাম রাঘব, রাঘবেন্দ্র, রঘু এবং রামেন্দ্র রাখার পরিকল্পনা নিয়েছেন অনেকে। মেয়েদের নাম জানকীও রাখতে পারেন, এমনটাই জানিয়েছে অনেক পরিবার। 


বৈচিত্র্যর মাঝে ঐক্য


উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়া এক শিশুর নাম রাখা হয়েছে 'রাম রহিম'। ছেলের জন্ম দেওয়ার পর মা ফারজানা বলেন, শিশুর দাদি হুসনা বানু নাতির নাম রেখেছেন 'রাম রহিম'। হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিতেই এই সিদ্ধান্ত।  


কর্ণাটকের বিজয়পুরার জেএসএস সুপার স্পেশালিটি হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার কয়েক ঘন্টা পরে জন্মদাত্রী মা বলেন, 'রামের ভক্ত হওয়ার কারণে, আমরা আমাদের নবজাতকের নাম শ্রী রাম রাখার সিদ্ধান্ত নিয়েছি'। অনেকে 'কৌশল্যা'রা জানিয়েছেন, শিশুদের নাম রাম রাখার সিদ্ধান্ত নেওয়ার কারণ শিশুর ব্যক্তিত্বের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এই নাম, এমনটাই বিশ্বাস তাঁদের।                                                                                                                       


আরও পড়ুন, স্কুটিতে চেপে কল্যাণী থেকে অযোধ্যা! রামমন্দিরে যজ্ঞের সাক্ষী বাংলার 'অসীম সাহসী' দুই বান্ধবী